৩ জন ছাত্র ও ৫ জন ছাত্রীকে একসারিতে রেখে কতভাবে সাজানো যায় যেখানে ৩ জন ছাত্র সর্বদা একত্রে থাকবে ?
Correct Answer: Option D
৬!\( \times \)৩!
৩ জন ছাত্রকে যেহেতু একত্রে রাখতে হবে তাই তাদেরকে ১ জন ধরে এবং ৫ জন ছাত্রী সহ একত্রে সাজানো যায় ৫জন ছাত্রী = ৬! বা ৭২০ এখন ৩ জন ছাত্রকে তাদের নিজেদের মধ্যে সাজানো যায় ৩! বা ৬! ভাবে তাহলে মোট সাজানোর সংখ্যা ৭২০\( \times \)৬ = ৪৩২০
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions