৫,৫,৬,৬,৭,৭ সংখ্যাগুলি থেকে ৩ অংকের কতগুলি সংখ্যা গঠন করা যাবে ?
Correct Answer: Option A
এখানে যে কোন সংখ্যা ইচ্ছামত নেয়া যাবে না । তবে প্রশ্নে প্রদও সংখ্যাগুলোকেই শুধু ব্যবহার করা যাবে, যেখানে মোট ৬টি সংখ্যা দেয়া থাকলেও আসলে সংখ্যা মোট ৩ টি এবং প্রতিটি ২বার করে আছে । তাই আমরা লিখতে পারি, ৩টি উপাদান দিয়ে ৩অংকের সংখ্যা বানাতে হলে লিখতে হবে ৩ = ২৭টি । কিন্তু লক্ষ্য করুন ৩টি উপাদান কিন্তু ইচ্ছে মত রিপিট করা যাবে না । বরং যে কয়টি সংখ্যা দেয়া আছে তা থেকেই নিতে হবে । এখানে ৫, ৬ এবং ৭ আছে ২টি করে । কিন্তু ২৭টি সংখ্যার মধ্যে এমন ৩টি সংখ্যা আছে যেখানে ৫৫৫, ৬৬৬ এবং ৭৭৭ আছে যেখানে নেয়া যাবে না । কারণ প্রশ্নে ৩টি করে সংখ্যা দেয়া নেই । তাই এই ৩টি বাদ দিলে মোট সংখ্যা হবে ২৭ - ৩ = ২৪ টি
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions