SUCCESS শব্দের সব বর্ণ নিয়ে কতটি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে ?

A ১৫০ 

B ৭২০ 

C ৪২০ 

D ৪৪০ 

Solution

Correct Answer: Option C

SUCCESS শব্দটিতে মোট বর্ণ আছে 7 টি । এর মধ্যে S আছে 3 টি ও C আছে 2 টি 
∴ শব্দ গঠন করা যাবে = 7!/3! × 2! উপায়ে
                           = 7 × 6 × 5 × 4 × 3!/3! × 2
                           = 420

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions