৮টি প্যান্টের বিক্রয়মূল্য ১০টি প্যান্টের ক্রয়মূল্যের সমান হলে, শতকরা লাভ কত?

A ১৫%

B ২০%

C ১১%

D ২৫%

Solution

Correct Answer: Option D

১০ টি প্যান্টের ক্রয় মূল্য = ক টাকা
১ টি প্যান্টের ক্রয় মূল্য = ক/১০ টাকা
৮ টি প্যান্টের ক্রয় মূল্য = ক*৮/১০ টাকা

আবার,
৮ টি প্যান্টের বিক্রয় মূল্য = ক
সুতরাং লাভ = ক - ক*৮/১০                
= ক (১/৫)

এখন,
৮ক/১০ টাকায় লাভ হয় ক/৫ টাকা
∴ ১ টাকায় লাভ হয় (ক/৫) / (ক*৮/১০) টাকা                      
                   = ১০/(৫*৮) টাকা = ১/৪ টাকা

∴১০০ টাকায় লাভ হয় ১০০/৪ টাকা = ২৫ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions