|
|
- প্রাথমিক শিক্ষা (বাধ্যতাকরণ) আইন পাশ হয় ১৯৯০ সালে। - প্রাথমিকভাবে ৬৮টি উপজেলায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় ১ জানুয়ারি, ১৯৯২ সালে। - দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে ১ জানুয়ারি, ১৯৯৩ সালে।
|
|
| |
|
|
|
রেডক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের নাগরিক। রেডক্রস প্রতিষ্ঠিত হয় ১৮৬৩ সালের ৯ ফেব্রুয়ারি। রেডক্রসের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। রেডক্রস মুসলিম বিশ্বে রেডক্রিসেন্ট নামে পরিচিত।
|
|
| |
|
|
|
Organization of Islamic Co-operation (OIC) গঠিত হয় ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে।
- OIC-র সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়। - বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- ওআইসির বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ওআইসির প্রতিষ্ঠাকালীন সদস্য ২৫টি।
- ওআইসির দাপ্তরিক ভাষা ৩টি [আরবি, ইংরেজি, ফরাসি]
|
|
| |
|
|
|
-বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ৭ মার্চ ১৯৪৭ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। -১৪ ডিসেম্বর ১৯৭১ সালে চাঁপাইনবাবগঞ্জের রেহাইচরে সম্মুখযুদ্ধে তিনি শহিদ হন। -চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিখ্যাত ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে সমাহিত করা হয়েছে।
|
|
| |
|
|
|
উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। তিনি ২১ ফেব্রুয়ারি, ১৯৪৭ ভারতীয় উপমহাদেশের দায়িত্ব গ্রহণ করেন। ১৮ জুলাই, ১৯৪৭ ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারতীয় স্বাধীনতা আইন’ পাশ হয়। তিনি ১৪ ও ১৫ আগস্ট, ১৯৪৭ যথাক্রমে পাকিস্তান ও ভারতের গণপরিষদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন।
|
|
| |
|
|
|
স্বাধীনতার পর প্রথম স্মারক ডাকটিকিট প্রকাশিত হয় ২১ ফেব্রুয়ারি, ১৯৭২ সালে। এই ডাকটিকিটের ডিজাইনার ছিলেন বিপি চিতনিশ। ২০ পয়সা মূল্যমানের এই ডাকটিকিটে কেন্দ্রীয় শহিদ মিনারের ছবি ছিল।
|
|
| |
|
|
|
কান্তজিউ বা কান্তজির মন্দির দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কান্তনগরে ঢেপা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন মন্দির। মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটির নির্মাণকাজ শুরু করেন এবং তাঁর পোষ্যপুত্র রামনাথ ১৭৫২ খ্রিস্টাব্দে এর নির্মাণকাজ শেষ করেন।
|
|
| |
|
|
|
স্বেচ্ছায় নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করা ব্যক্তি ২ জন। ১৯৬৪ সালে সাহিত্যে নোবেল জয়ী ফ্রান্সের জ্যঁ পল সার্ত্রে এবং ১৯৭৩ সালে শান্তিতে পুরস্কার জয়ী ভিয়েতনামের লে দুক তো। সরকারের চাপে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করে ৪ জন।
|
|
| |
|
|
|
টেপ রেকর্ডার এবং কম্পিউটার স্মৃতির ফিতার সিরামিক চুম্বক ব্যবহৃত হয়। আর ক্যাসেটের ফিতার ক্রোমিয়াম অক্সাইড ব্যবহৃত হয়। যখন ফিতা চালনা করা হয় তখন তা ঘুরে ঘুরে বৈদ্যুতিক ক্ষেত্রের সংস্পর্শে এসে সংরক্ষিত তথ্য প্রেরণ করে।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
এক্স-রে এক ধরনের তাড়িত চৌম্বক বিকিরণ। এর সাহায্যে প্রাপ্ত ফটোগ্রাফ দ্বারা শরীরের কোনো ভাঙা হাড়, ক্ষত বা অবাঞ্ছিত বস্তুর উপস্থিতি বোঝা যায়। ১৮৯৫ সালে জার্মান পদার্থ বিজ্ঞানী রন্টজেন এক্সরে আবিষ্কার করেন। তার নামানুসারে এক্সরে কে রন্টজেন রশ্মিও বলা হয়। শরীরের কোন অংশ বা ফুসফুসের কোন ক্ষতের অবস্থান নির্ণেয়ের জন্য রঞ্জন রশ্মি ব্যবহৃত হয়।
|
|
| |
|
|
|
মনে করি, ১ম বৃত্তের ক্ষেত্রফল = πr2
১ম টির ব্যাসার্ধ ২য় টির ব্যাসার্ধের দ্বিগুণ হলে, ব্যাসার্ধ = 2r ২য় টির ক্ষেত্রফল = π(2r)2 = 4πr2
∴ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে = 4πr2/πr2 = 4 গুণ
|
|
| |
|
|
|
| |
|
|
|
ঘড়ির ঘন্টা ও মিনিট্র কাঁটার মধ্যবর্তী কোণ = | (11×M-60×H)/2 |0
| (11×15-60×2)/2 |0
| (165-120)/2 |0 = |45/2|0 = 22 1/2 ডিগ্রী
|
|
| |
|
|
|
m2 + 8m + 15
= m2 + 5m + 3m + 15
= m(m+5) + 3(m+5)
= (m+5) (m+3)
|
|
| |
|
|
|
(x+y)2 = x2 + 2xy + y2
= x2 + y2 + 2xy
= 8 + (2×7)
= 8 + 14 = 22
|
|
| |
|
|
|
দেওয়া আছে, a3 - b3 = 513
⇒ (a-b)3 + 3ab(a-b) = 513
⇒ 33 + 3.ab.3 = 513
⇒ 27 + 9ab = 513
⇒ 9ab = 513 - 27 = 486
⇒ ab = 486/9 = 54
|
|
| |
|
|
|
২ জন বালকের আয় = ১ জন পুরুষের আয় ১ " " " = ১/২ " " " ৬ " " " = ১×৬/২ " " "
= ৩ জন পুরুষের আয়
৩ জন পুরুষ ও ৬ জন বালক = ( ৩ + ৩ ) বা ৬ জন পুরুষ ৩ জন পুরুষ ও ৬ জন বালকের মোট আয় = ( ৯ × ১২ ) টাকা
= ১০৮ টাকা
৬ জন পুরুষের মোট আয় ১০৮ টাকা
∴ ১ " " " " ১০৮/৬ = ১৮ টাকা
|
|
| |
|
|
|
মনে করি, প্রথম সংখ্যাটি x
∴ x + (x + 1) + (x + 2) + (x + 3) + (x + 4) = 560
⇒ 5x + 10 = 560
⇒ 5x = 560 - 10 = 550
⇒ x = 550/5 = 110
∴ শেষ 5টি যোগফল
= (x + 5) + (x + 6) + (x + 7) + (x + 8) + (x + 9)
= 5x = 35 = 5 × 110 + 35 = 550 + 35
= 585
|
|
| |
|
|
|
দ্রব্যটির ক্রয়মূল্য (৩৮০+২০) = ৪০০ টাকা ৪০০ টাকা ক্ষতি হয় ২০ টাকা ১ টাকা ক্ষতি হয় ২০/৪০০ " ১০০ টাকা ক্ষতি হয় ২০×(১০০/৪০০) = ৫ টাকা
∴ নির্ণেয় মান ৫%
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
২০% লাভে, বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা " ১ " " ১২০/১০০ " " ৩৬০০ " " (১০০×৩৬০০)/১২০ = ৩০০০ টাকা ∴ লাভ = ৩৬০০-৩০০০ = ৬০০ টাকা
২০% লোকসানে,
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা " ১ " " " ১০০/৮০ " " ৩৬০০ " " " ১০০×৩৬০০/৮০ = ৪৫০০ টাকা
∴ ক্ষতি = ৪৫০০-৩৬০০ = ৯০০ টাকা ∴ সব মিলিয়ে লোকসান হয় = ৯০০ - ৬০০ = ৩০০ টাকা
|
|
| |
|
|
|
বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় ১৯৭৪ সালে। ‘শিক্ষার বিনিময়ে খাদ্য’ কর্মসূচি চালু হয় ১৯৯৩ সালে। ছাত্রীদের উপবৃত্তি প্রথম চালু হয় ১ জানুয়ারি, ১৯৯৪ সালে।
|
|
| |
|
|
|
Mishap– দুর্ঘটনা, দুর্ভাগ্য; Danger– বিপদ, ঝুঁকি; Disease– ব্যাধি, পীড়া; Accident– আকস্মিক, দুর্ঘটনা; Theft– চুরি, চৌর্য।
|
|
| |
|
|
|
Present Indefinite Tense-কে Active Voice থেকে Passive Voice করার নিয়ম: Object কে Subject + auxiliary verb (am/is/are) + মূল Verb এর Past Participle + Preposition (by/at/ with…) + Subject –কে Object. Brave এর আগে article ‘the’ বসাতে এখানে auxiliary verb ‘are’ হয়েছে।
|
|
| |
|
|
|
- Exclamatory sentence-কে indirect করার সময়- Reported speech টিকে assertive sentence-এ রূপান্তরিত করতে হয়। - এ ক্ষেত্রে inverted comma তুলে দিয়ে that ব্যবহার করতে হয় ও what এর পরিবর্তে great হয়। - বাকী অংশ tense পরিবর্তনের নিমানুযায়ী পরিবর্তিত হয়।
|
|
| |
|
|
|
Exclamatory sentence-কে Narration করার নিয়ম- Said-এর স্থলে respectfully wished + good morning + to the person + spoken to.
|
|
| |
|
|
|
“too + adjective + to + Verb এর Present form” structure টি একটি simple sentence হবে।
|
|
| |
|
|
|
Sworn in অর্থ শপথ গ্রহণ করা আর বড় শহরের আগে in ব্যবহৃত হয়।
|
|
| |
|
|
|
Adulteration– অপমিশ্রণ করণ।
|
|
| |
|
|
|
- 'Jovial' শব্দের সমার্থক হল 'Jolly'। 'Jovial' মানে হচ্ছে খুশি এবং আনন্দময়, যা সাধারণত একটি উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ মেজাজকে বোঝায়। 'Jolly' শব্দটি একই অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ খুশি এবং উত্সাহিত।
- 'Happy' শব্দটি অবশ্যই 'Jovial' এর সাথে মিলে যায়, কিন্তু এটি একটি বিস্তৃত অর্থে ব্যবহৃত হয় এবং অবশ্যই 'Jovial' এর মতো সঠিক সমার্থক নয়। - 'Gay' শব্দটি একসময় খুশি এবং উচ্ছ্বসিত অর্থে ব্যবহৃত হত, কিন্তু বর্তমানে এর অর্থ পরিবর্তিত হয়েছে এবং সাধারণত যৌন অভিমুখীতা নির্দেশ করে, তাই এটি 'Jovial' এর সঠিক সমার্থক নয়।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
Boot let এর অর্থ – বেআইনিভাবে আমদানি রপ্তানি করা, চোরাকারবারী করা; Distribute– বিতরণ করা; Export– রপ্তানি, রপ্তানি করা; Import– আমদানী করা; Smuggle –চোরাকারবারি করা।
|
|
| |
|