|
|
ল.সা.গু =অনুপাতদ্বয়ের গুণফল ×গ.সা.গু = ৭×৫×৮ =২৮০
|
|
| |
|
|
|
চতুর্থ পরীক্ষায় প্রাপ্ত নম্বর x হলে- শর্তমতে, (৮২+৮৫+৯২+x)/৪ = ৮৭ বা, ২৫৯+x=৩৪৮ অতএব , x =৮৯
|
|
| |
|
|
|
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে (স্থান) অধিকরণ কারক বলে। ক্রিয়ার সাথে কোথায় / কখন / কিসে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক। যেমনঃ পৃথিবীতে কে কাহার? এখানে যদি প্রশ্ন করা হয়, কোথায় কে কাহার? তাহলে উত্তর পাই- পৃথিবীতে। সুতরাং এখানে 'পৃথিবীতে' অধিকরণ কারক এবং এর সাথে সপ্তমী বিভক্তি (পৃথিবী + তে) যুক্ত হওয়ায় এটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।
|
|
| |
|
|
|
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকাহিনী ভিত্তিক রচনা 'অসমাপ্ত আত্মজীবনী' । ২০০৪ সালে বঙ্গবন্ধুর হাতে লেখা চারটি খাতা আকস্মিকভাবে তাঁর কন্যা দেশরত্ন শেখ হাসিনার হস্তগত হয় ।মূল্যবান এ খাতাগুলিই পরবর্তীতে 'অসমাপ্ত আত্মজীবনী' নামে জুন,২০১২ সালে প্রকাশিত হয়.১৯৬৬-১৯৬৯ সময়কালীন ১৯৬৭ সালের মাঝামাঝি ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরিণ থাকা অবস্থায় বঙ্গবন্ধু তাঁর জন্ম ,শৈশব ও কৈশোর থেকে ১৯৫৫ সাল পর্যন্ত রাজনৈতিক ঘটনাবলি লিখেছেন । এটি The unfinished Memoirs নামে ইংরেজিতে অনুবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড.ফক্রুল আলম । গ্রন্থটির ভূমিকা লিখেছে শেখ হাসিনা এবং প্রচ্ছদ তৈরি করেছেন সমর মজুমদার ।
|
|
| |
|
|
|
২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রথম প্রেক্ষিতে পরিকল্পনা বা রূপকল্প -১ তৈরি ও সে অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের কারণে বর্তমানে আমাদের জিডিপি প্রবৃদ্ধ ৮ শতাংশের ঘরে রয়েছে ।আর এর সফলতাকে কেন্দ্র করে এবার ২০২০-২০৪১ দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে . ৪ টি পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে এটি বাস্তবায়িত হলে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা করা যায় । - এই সময়ে গড় প্রবৃদ্ধি হার হবে ৯.৯ শতাংশ। - ২০৪১ সাল নাগাদ চরম দারিদ্র্য হার ০.৬৮ শতাংশে এবং উচ্চ দারিদ্র্য হার ৩ শতাংশের নিচে নামিয়ে লক্ষ্যস্থির করা হয়েছে।
|
|
| |
|
|
|
সুবিধাবঞ্চিত নির্যাতিত ও বিপদাপন্ন শিশুদের ২৪ ঘণ্টা জরুরি সহায়তা সেবা দিতে ২০১১ সালে যাত্রা শুরু করে চাইল্ড হেল্পলাইন ১০৯৮। সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধান অপরাজেয় বাংলাদেশ নামের একটি বেসরকারি সংস্থা এই হেল্পলাইন পরিচালনা করছে। এই নম্বরে ফোন করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না। - জাতীয় জরুরি সেবা (৯৯৯) - স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩) - নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল (১০৯ বা ১০৯২১) - সরকারি আইন সেবা (১৬৪৩০) - জাতীয় পরিচয়পত্র (১০৫) - বিটিআরসি (১০০) - বাংলাদেশ ব্যাংক (১৬২৩৬) - দুদক (১০৬) - ইউনিয়ন পরিষদ হেল্প লাইন (১৬২৫৬) - কৃষি কল সেন্টার (১৬১২৩), - বিটিসিএল (১৬৪০২), - দুর্যোগের আগাম বার্তা (১০৯৪১), - প্রবাস বন্ধু কলসেন্টার (০৯৬৫৪৩৩৩৩৩৩), - ঢাকা ওয়াসা (১৬১৬২)। সোর্সঃ প্রথম-আলো
|
|
| |
|
|
|
-পূর্ণবয়স্ক মানুষে দেহের মাত্রাতিরিক্ত ওজন নির্ধারণের জন্য উচ্চতা ও ওজনের যে আনুপাতিক হার উপস্থাপন করা হয় তাকে দেহের ওজন সূচক বা বডি মাস ইনডেক্স (Body Mass Index --BMI) বলে। -BMI নির্ণয়ের সূত্র = ওজন ÷ (উচ্চতা)^2 -যেখানে ওজনের মান হবে কেজি তে এবং উচ্চতা হবে মিটার এ।
|
|
| |
|
|
|
সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এ কনসার্ট ৬ মে, ২০২২ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ অনুষ্ঠিত হয়। স্বাধীনতাযুদ্ধকালে পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসনের অনন্য উদ্যোগের স্মরণে এ কনসার্টের আয়োজন করা হয়েছে।
|
|
| |
|
|
|
Singular ---------------Plural Medium--------------Media Datum --------------Data Radius --------------Radii Analysis ----------Analyses
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
সমুদ্রের সম্পদনির্ভর অর্থনীতি। সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি। সমুদ্র থেকে আহরণকৃত যে সকল সম্পদ দেশের অর্থনীতিতে যুক্ত হয়, তা ব্লু -ইকোনমি বা সুনীল অর্থনীতির পর্যায়ে পড়বে।
|
|
| |
|
|
|
সাধারণত news শব্দটি সর্বদাই singular হিসেবে ব্যবহৃত হয় এবং এর পরে verb এর singular form ব্যবহৃত হয় ।সুতরাং শূন্যস্থানে is বসবে ।
|
|
| |
|
|
|
 বাগানটির ক্ষেত্রফল =(৮০×৭০)=৫৬০০ বর্গফুট রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য ={৮০+(৫×২)} =৯০ ফুট রাস্তাসহ বাগানের প্রস্থ ={৭০+(৫×২)} =৮০ ফুট রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল =(৯০×৮০) =৭২০০ বর্গফুট রাস্তার ক্ষেত্রফল =(৭২০০-৫৬০০) =১৬০০ বর্গফুট
|
|
| |
|
|
|
- শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়ে এবং প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়া।
- শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। - ভারত মহাসাগরে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে ও আরব সাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত। - রাজধানী: শ্রী জয়বর্ধনপুর কোট্টে। - বৃহত্তম নগরী: কলম্বো। - মুদ্রা: শ্রীলঙ্কান রুপি।
|
|
| |
|
|
|
সাধারণত একের বেশি কোনো কিছুকে বোঝাতে দ্বিরুক্ত শব্দ ব্যাবহার করা হয়, যাকে নির্ধারক বিশেষণ বলে। এখানে বিশেষ্য 'ধান' এর নির্ধারক বিশেষণ 'রাশি রাশি' 'ভারা ভারা'। রাশি রাশি বলতে অনেক এবং ভারা ভারা বলতে বোঝা বোঝা
|
|
| |
|
|
|
কোন দেশ কত উন্নত তা অনেক কিছুর মানদন্ডের উপর নির্ভর করে। সাধারণত উন্নত যোগাযোগ ব্যাবস্থা, উচ্চ মাথাপিছু আয়, মোট দেশজ উৎপাদন, শিল্পায়ণ, অবকাঠামোর বিন্যাস, জীবনযাত্রার মান, উন্নত যোগাযোগ , বিদ্যুৎ শক্তির উৎপাদন ও এর মাথাপিছুর ব্যাবহার। অপশন গুলোর মধ্যে একমাত্র 'মাথাপিছু বিদ্যুৎশক্তির ব্যবহার' সঠিক মানদণ্ড বুঝয়া।
|
|
| |
|
|
|
মোট = গণিতে পাস +বাংলায় পাস -উভয় বিষয়ে পাস +উভয় বিষয়ে ফেল বা, ১০০%=৮০% +৭০%-৬০% +ফেল বা, ১০০%=৯০%+ফেল বা, ফেল =১০০%-৯০% =১০%
|
|
| |
|
|
|
CV এর পূর্ণরূপ Curriculum Vitae (জীবনবৃত্তান্ত )
|
|
| |
|
|
|
Syntax (বাক্যগঠনরীতি ) হল sentence building .
|
|
| |
|
|
|
To read between the line (ভালো করে পড়ে অন্তর্নিহিত অর্থ বুঝে নেওয়া ) phrase-টির অর্থ To read carefully to find out nay hidden meaning .
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
কোন কিছুর আয়োজনে ব্যবস্থা করা অর্থে শূন্যস্থানে arrange বসবে ।
|
|
| |
|
|
|
ক্ষীণদৃষ্টি বা দৃষ্টি স্বল্পতার অবস্থাকে বলে Myopia Maternity -মাতৃত্ব abortion -গর্ভপাত autopsy-ময়নাতদন্ত
|
|
| |
|
|
|
| |
|
|
|
Oncology হল টিউমার সংক্রান্ত বিদ্যা ,যা medicine বা চিকিৎসা সংক্রান্ত বিষয় ।
|
|
| |
|
|
|
Embedded question এর নিয়মানুযায়ী principal clause+wh word +sub+verb বসে ।Principal clause টি যদি auxiliary verb দিয়ে শুরু হয় ।তবে sentence এর শেষে প্রশ্ন বোধক চিত্র বসে এবং অন্য ক্ষেত্রে ফুল স্টপ বসে ।
|
|
| |
|
|
|
শূন্যস্থানে 'আবিষ্কার হওয়া ' অর্থে discovered বসালে বাক্যটি যথাযথ হয়।
|
|
| |
|
|
|
| |
|
|
|
মনে করি ,প্রস্থ x মি এবং দৈর্ঘ্য (x+৪) মি অতএব পরিসীমা =২( দৈর্ঘ্য +প্রস্থ ) =২(x+৪+x) মি =২x +৪ মি শর্তমতে, ২(২x+৪)=৩২ বা, ২x+৪=১৬ বা,২x=১৬-৪ বা,2x=১২ অতএব ,x=৬ মি অতএব দৈর্ঘ্য (৬+৪) =১০ মি
|
|
| |
|
|
|
কোন নির্দিস্ট অঞ্চলের বায়ুর চাপ, বায়ু প্রবাহ, তুষারপাত, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, মেঘাচ্ছনতা, ঝড় ইত্যাদি৩০-৪০ বছরের পরিবর্তন ও সামগ্রিক রুপের গড়কে ঐ অঞ্চলের জলবায়ু বলে।
|
|
| |
|
|
|
২।৫,৮,২০ ________________ ২।৫,৪,১০ _____________ ৫। ৫,২,৫ ________________ ১,২,১ অতএব ,ল.সা.গু =২×২×৫×২=৪০ অতএব ,ছাত্রসংখ্যা =৪০+৪=৪৪
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
| |
|