THESIS শব্দটি অক্ষরগুলোর প্রতিবারে 4টি অক্ষর নিয়ে মোট কত প্রকারে সমাবেশ করা যায় ?

A    12   

B     13 

C     11 

D     14 

Solution

Correct Answer: Option C

THESIS শব্দটিতে মোট ৬টি বর্ণের মধ্যে দুটি S আছে এবং অন্য ৫টি বর্ণ ভিন্ন । এখন এই ৫টি ভিন্ন বর্ণ থেকে 4টি বর্ণই ভিন্ন হবে এমন সমাবেশের সংখ্যা  5C = 5টি । 

আবার যখন দুটি S নিয়ে সমাবেশ করা হবে তখন, 2টি অভিন  + 2 টি ভিন্ন নিয়ে সমাবেশ  2C \( \times \) 4C = 6   

সুতরাং মোট বাছাই সংখা = (5+6) = 11 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions