একজন পরীক্ষার্থীকে ১৪ টি প্রশ্নের মধ্যে ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাকে প্রথম ৫টি থেকে অবশ্যই ৪টি বাছাই করতে হবে। সে কত প্রকারে প্রশ্নগুলো বাছাই করতে পারে?

A ১০২

B ১০৫

C ১০৮

D ১৮০

Solution

Correct Answer: Option D

এখানে প্রশ্ন বাছাইয়ের সংখ্যা হবে প্রথম ৫টি থেকে ৪ টি এবং পরবর্তী ১৪ - ৫ = ৯টি থেকে ৬ - ৪ = ২টির উওর দেয়া যাবে 

 তাই উওর হবে  = 5C \( \times \)9C = 5 \( \times \) 36 = 180 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions