একজন পরীক্ষার্থীকে ১২টি প্রশ্ন হতে ৬টির উত্তর করতে হবে। যেখানে ক বিভাগ হতে ৫টির মধ্যে ৪টি অবশ্যই উত্তর করতে হবে। কত প্রকারে ৬টি প্রশ্নের উত্তর করা যাবে?
Solution
Correct Answer: Option D
বাছাই সংখ্যা = প্রথম ৫টি এর মধ্যে ৪টির বাছাই সংখ্যা ‘এবং শেষ (১২-৫) বা ৭টি এর মধ্যে (৬ - ৪) বা ২টির বাছাই সংখ্যা
৫C৪ x ৭C২
= ৫C১ x ৭C২
= ৫ x (৭.৬/২.১)
= ৫ x ২১
= ১০৫