পরস্পর অর্থ সম্বন্ধবিশিষ্ট বিশেষণ ও বিশেষ্য পদে কিংবা বিশেষ্য-বিশেষণ ভাবাপন্ন পদে সমাস হয় এবং যাতে উত্তরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন– -সৎ যে লোক= সৎলোক; -মহান যে রাজা= মহারাজা ইত্যাদি। -খাস যে মহল = খাসমহল
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions