Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২ (ক্যামেলিয়া) - ১০.১০.২০১২ (77 টি প্রশ্ন )
কিন্ডারগার্টেন' শব্দটি বিখ্যাত জার্মান শিশু-শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ফ্রেডরিখ ফ্রোয়েবল কর্তৃক সৃষ্ট হয়েছে।  তিনি ১৮৩৭ সালে ব্যাড ব্ল্যাংকেনবার্গে শিশুদেরকে বাড়ী থেকে বিদ্যালয় পর্যন্ত গমন এবং খেলা ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগ্রহণের ধারণাকে কেন্দ্র করে এ শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেন।
পরস্পর অর্থ সম্বন্ধবিশিষ্ট বিশেষণ ও বিশেষ্য পদে কিংবা বিশেষ্য-বিশেষণ ভাবাপন্ন পদে সমাস হয় এবং যাতে উত্তরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন–
-সৎ যে লোক= সৎলোক;    
-মহান যে রাজা= মহারাজা ইত্যাদি।
-খাস যে মহল = খাসমহল
 
 

যে সমাসে পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়, এবং ব্যাসবাক্যের পূর্বপদের সাথে যুক্ত দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তি বা বিভক্তি নির্দেশক অনুসর্গ লুপ্ত হয় তাকে তত্পুরুষ সমাস বলে।

যেমন:  নরের পতি= নরপতি; সর্ব হতে শ্রেষ্ঠ= সর্বশ্রেষ্ঠ ।

 

 

হতে, থেকে, চেয়ে থাকলে অপাদান কারক।  আর 'হইতে' পঞ্চমী বিভক্তি

 

 

আজকে নগদ কালকে ধার, এখানে সময় বুঝানো হয়েছে।  সময় এবং স্থানের জন্য অধিকরণ কারক।   'কে' দ্বিতীয়া বিভক্তি

 

  বাতাস এর সমার্থক শব্দ: অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মারুত, গন্ধবহ 
 

প্রথমটিতে তার ১৫% লাভ হয়  ক্রয়মূল্য + ক্রয়মূল্য *.১৫ = ৩৯,১০০ ১.১৫ ক্রয়মূল্য =৩৯,১০০ ক্রয়মূল্য =৩৯,১০০/১.১৫ = ৩৪০০০টাকা 

কিন্তু দ্বিতীয়টিতে ৭.৫% ক্ষতি হয়।  ক্রয়মূল্য - ক্রয়মূল্য *.৭.৫% = ৩৯,১০০ => .৯২৫ ক্রয়মূল্য =৩৯১০০ => ক্রয়মূল্য  =৩৯১০০/.৯২৫=৪২২৭০.২৭ টাকা  মোট ক্রয়মূল্য = (৩৪০০০ + ৪২২৭০.২৭) = ৭৬২৭০.২৭ মোট বিক্রয়মূল্য = ৭৮২০০ মোট লাভ = ১৯২৯.৭৩ 

 

 

উত্তর দেখে অংক করে ফেলুন।  অনুকূলে ৪ ঘন্টা লাগলে প্রতিকূলে ৮ ঘন্টা লাগবে।  মোট ১২ ঘন্টা  অন্য কোন অপশনে এটি হয় না।  

 

 

শব্দের গতি কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি।  

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

বাদামীদাগ রোগ (Brown spot) রোগের জীবাণু - Bipolaris oryzae এ রোগের সবচেয়ে স্পষ্ট লক্ষণ পাতায় এবং বীজের খোসায় দেখা যায়। প্রথমে পাতার বৈশিষ্ট্যগত দাগগুলো ডিম্বাকৃতি এবং আকারে ও আকৃতিতে তিল বীজের মত হয়। দাগগুলো আকৃতিতে প্রায় অনেকটা একই রকমের এবং পাতার সমস্ত অংশ জুড়েই সমানভাবে দেখা যায়।

চলিওবলাস মিয়াবায়ানাস একটি ছত্রাক যা ধানে বাদামী দাগ রোগের কারণ করে। এই রোগটি 1943 সালের বেঙ্গল দুর্ভিক্ষের কার্যকারক ছিল। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বিরুদ্ধে জৈবিক অস্ত্র হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহার করার জন্য বিবেচিত হয়েছিল। 


 

অর্কিড হচ্ছে সপুষ্পক উদ্ভিদের একটি পরিবারের নাম। সিংহভাগ অর্কিডই পরাশ্রয়ী, তবে ভূমিজ অর্কিডও আছে, আছে মৃতজীবীও। পৃথিবীর সব মহাদেশেই অর্কিড দেখা যায়।

 

 

বীরশ্রেষ্ঠদের তালিকা নিচের সারণিতে দেয়া হলঃ- ০১     মহিউদ্দীন জাহাঙ্গীর     বাংলাদেশ সেনা বাহিনী     ক্যাপ্টেন ০২     হামিদুর রহমান     বাংলাদেশ সেনা বাহিনী     সিপাহী ০৩     মোস্তফা কামাল     বাংলাদেশ সেনা বাহিনী     সিপাহী ০৪     মোহাম্মদ রুহুল আমিন     বাংলাদেশ নৌ বাহিনী     ইঞ্জিনরুম আর্টিফিসার ০৫     মতিউর রহমান     বাংলাদেশ বিমান বাহিনী     ফ্লাইট লেফটেন্যান্ট ০৬     মুন্সি আব্দুর রউফ     বাংলাদেশ রাইফেলস     ল্যান্স নায়েক ০৭     নূর মোহাম্মদ শেখ     বাংলাদেশ রাইফেলস     ল্যান্স নায়েক

 

 

বীরশ্রেষ্ঠদের তালিকা নিচের সারণিতে দেয়া হলঃ- ০১     মহিউদ্দীন জাহাঙ্গীর     বাংলাদেশ সেনা বাহিনী     ক্যাপ্টেন ০২     হামিদুর রহমান     বাংলাদেশ সেনা বাহিনী     সিপাহী ০৩     মোস্তফা কামাল     বাংলাদেশ সেনা বাহিনী     সিপাহী ০৪     মোহাম্মদ রুহুল আমিন     বাংলাদেশ নৌ বাহিনী     ইঞ্জিনরুম আর্টিফিসার ০৫     মতিউর রহমান     বাংলাদেশ বিমান বাহিনী     ফ্লাইট লেফটেন্যান্ট ০৬     মুন্সি আব্দুর রউফ     বাংলাদেশ রাইফেলস     ল্যান্স নায়েক ০৭     নূর মোহাম্মদ শেখ     বাংলাদেশ রাইফেলস     ল্যান্স নায়েক

 

 

This is called ''Fibonacci Sequence'. The next number is found by adding up the two numbers before it.

 

 


 -অক্ষরেখার উত্তর-প্রান্ত বিন্দুকে উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণ-প্রান্ত বিন্দুকে দক্ষিণ মেরু বা কুমেরু বলে।
-দুই মেরু থেকে সমান দূরত্ব পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবরেখা।
-পৃথিবীর গোলীয় আকৃতির জন্য এ রেখা বৃত্তাকার, তাই এ রেখাকে নিরক্ষবৃত্তও বলা হয়।
 

তারা মসজিদ পুরানো ঢাকার আরমানিটোলায় আবুল খয়রাত সড়কে অবস্থিত। সাদা মার্বেলের গম্বুজের ওপর নীলরঙা তারায় খচিত এ মসজিদ নির্মিত হয় আঠারো শতকের প্রথম দিকে। জানা যায়, আঠারো শতকে ঢাকার 'মহল্লা আলে আবু সাঈয়ীদ'-এ (পরে যার নাম আরমানিটোলা হয়) আসেন জমিদার মির্জা গোলাম পীর (মির্জা আহমদ জান)। মির্জা গোলাম পীর এ মসজিদ নির্মাণ করেন।

 

বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূ-পৃষ্ঠে অথবা অন্তর্ভূ-পৃষ্ঠে (subsurface) চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে। নেত্রকোনা জেলার বিজয়পুর ও গোপালপুরে, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায়, চট্টগ্রাম জেলার হাইটগাঁও ও সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে চীনামাটির মজুত রয়েছে। এ ছাড়া দিনাজপুর জেলার মধ্যপাড়া, বড়পুকুরিয়া ও দীঘিপাড়া এবং নওগাঁ জেলার পত্নীতলাতে ভূ-পৃষ্ঠের নিকটে চীনামাটি মজুতের সন্ধান পাওয়া গিয়েছে। 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

 -ইসলাম ধর্মের শেষ বাণীবাহক মুহাম্মদ(সাঃ) মক্কার ক্বুরায়েশদের দ্বারা বিতাড়িত হয়ে মক্কা থেকে মদীনা চলে যান।
-তাঁর এই জন্মভূমি ত্যাগ করার ঘটনাকে ইসলামে 'হিজরত' আখ্যা দেয়া হয়।
-রাসুল মুহাম্মদ (সা:)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই হিজরী সাল গণনার সূচনা।
-ইসলামের দ্বিতীয় খলিফা ওমর (রা:)-এর শাসনামলে ১৭ই হিজরী অর্থাৎ রাসুল মুহাম্মদ (সা:)-এর মৃত্যুর সাত বছর পর চান্দ্র মাসের হিসাবে এই পঞ্জিকা প্রবর্তন করা হয়।
-হিজরতের এই ঐতিহাসিক তাৎপর্যের ফলেই হযরত ওমর রা. এর শাসনামলে যখন মুসলমানদের জন্য পৃথক ও স্বতন্ত্র পঞ্জিকা প্রণয়নের কথা উঠে আসে তখন তাঁরা সর্বসম্মতভবে হিজরত থেকেই এই পঞ্জিকার গণনা শুরু করেন।
-যার ফলে চান্দ্রমাসের এই পঞ্জিকাকে বলা হয় ‘হিজরী সন’।

 


 

জর্জ ওয়াশিংটন (১৭৩২ – ১৭৯৯) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি। তিনি আমেরিকান রেভ্যুলুশনারী ওয়ার এ কমান্ডার ইন চীফের দায়িত্ব পালন করেন।

 

 

১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রানৎস ফার্ডিনান্ড এক সার্বিয়াবাসীর গুলিতে নিহত হন। অস্ট্রিয়া এ হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে এবং ওই বছরের ২৮ জুন সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এ যুদ্ধে দুদেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে। এভাবে প্রথম বিশ্বযুদ্ধের (১৯১৪-১৯১৮) সূচনা হয়। তবে অস্ট্রিয়ার যুবরাজ হত্যাকাণ্ডই প্রথম বিশ্বযুদ্ধের একমাত্র কারণ ছিল না। উনিশ শতকে শিল্পে বিপ্লবের কারণে সহজে কাঁচামাল সংগ্রহ এবং তৈরি পণ্য বিক্রির জন্য উপনিবেশ স্থাপনে প্রতিযোগিতা এবং আগের দ্বন্দ্ব-সংঘাত ইত্যাদিও প্রথম বিশ্ব যুদ্ধের কারণ। প্রথম বিশ্বযুদ্ধে একপক্ষে ছিল অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি, বুলগেরিয়া। যাদের বলা হতো কেন্দ্রীয় শক্তি। আর অপরপক্ষে ছিল সার্বিয়া, রাশিয়া, ব্রিটেনে, ফ্রান্স, জাপান, ইতালি ও আমেরিকা। যাদের বলা হতো মিত্রশক্তি।

 

পৃথিবীর উত্তর মেরুর অক্ষ বরাবর দৃশ্যমান তারা ধ্রুবতারা নামে পরিচিত। প্রচীন কালে দিক নির্ণয় যন্ত্র আবিস্কারের পূর্বে সমূদ্রে জাহাজ চালাবার সময় নাবিকরা এই তারার অবস্থান দেখে দিক নির্ণয় করতো। সপ্তর্ষী মন্ডল এর প্রথম দুটি তারা, পুলহ এবং ক্রুতু-কে সরলরেখায় বাড়ালে এ তারাটিকে দেখা যায়। এটি ursa minor মন্ডলীতে দেখা যায়।
-2023 সালে 62 টি নতুন উপগ্রহ আবিষ্কারের পর সৌরজগতে শনি(Saturn) গ্রহের সবচেয়ে বেশি(১৪৫টি) উপগ্রহ রয়েছে।

-বৃহস্পতি(Jupiter) 95টি উপগ্রহ নিয়ে ২য় স্থানে রয়েছে।
-ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ব্রেট গ্ল্যাডম্যানের নেতৃত্বে জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল শনির নতুন চাঁদের আবিষ্কার করেছে।
-উপগ্রহ গুলি খুব ছোট, আকারে কয়েক কিলোমিটার থেকে দশ কিলোমিটার পর্যন্ত।
 

১৯৪০ খ্রীস্টাব্দের ২৩ মার্চ নিখিল ভারত মুসলিম লীগ ভারতীয় উপমহাদেশে একটি স্বতন্ত্র মুসলিম দেশের দাবী জানিয়ে ঐতিহাসিক লাহোর প্রস্তাব অনুমোদন করে। বর্তমান পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনে শেরে বাংলা এ কে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে এটি পাকিস্তান প্রস্তাব হিসেবে অভিহিত হয়।

 

 

The Organization of Islamic Cooperation (OIC) is an international organization founded in 1969 consisting of 57 member states. The organization states that it is "the collective voice of the Muslim world" and works to "safeguard and protect the interests of the Muslim world in the spirit of promoting international peace and harmony". It's administrative office is in Jeddah. 

 

যথেষ্ট আয়রন না খেলে, কোনো কারণে রক্তক্ষরণ হলে, কিছু ক্যান্সারের কারণে এবং হজমগত কিছু সমস্যার কারণে অ্যানিমিয়া হতে পারে।
 

২/৭, ৩/৬, ৫/২১, ১/৩

ভগ্নাংশগুলোর হর ৭,৬,৩ ও ২১ এর ল.সা.গু.=৪২

ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি,

২/৭=২*৬/৭*৬=১২/৪২

৩/৬=৩*৭/৬*৭=২১/৪২

৫/২১=৫*২/২১*২=১০/৪২

১/৩=১*১৪/৩*১৪=১৪/৪২

সমহরবিশিষ্ট ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোট

     ১০/৪২<১২/৪২<১৪/৪২<১৪/৪২

বা, ৫/২১<২/৭<৩/১৪<১/৩

অতএব, ৫/২১ ভগ্নাংশটি ক্ষুদ্রতম  

 

 

অতিভুজ২=লম্ব২+ভূমি২

               =(৩)২+(৪)২

               =৯+১৬

           =২৫

অতএব, অতিভুজ=৫ সেমি

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

9a2 + 16b
= (3a)2 + (4b)2
= (3a)2 + 2. 3a. 4b + (4b)2 - 24ab
= (3a + 4b)2 - 24ab

9a2 + 16b2 এর সাথে 24ab যোগ করলে যোগফল একটি বর্গরাশি হবে  


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0