|
|
১৯৭০ সালে হামিদুর রহমান সেনাবাহিনীতে সিপাহী পদে যোগদান করেন। তাঁর প্রথম ও শেষ ইউনিট ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট৷
|
|
| |
|
|
|
| |
|
|
|
"Gigantic" শব্দের অর্থ অত্যন্ত বড়, বিশাল, বা আকার বা ব্যাপ্তিতে বিশাল। এটি এমন কিছুকেও উল্লেখ করতে পারে যা প্রভাবশালীভাবে দুর্দান্ত, প্রভাব বা শক্তিতে উল্লেখযোগ্য।
Example: The construction of the gigantic skyscraper took several years and required the efforts of thousands of workers.=বিশাল গগনচুম্বী ভবনটি নির্মাণে বেশ কয়েক বছর সময় লেগেছে এবং হাজার হাজার শ্রমিকের প্রচেষ্টা প্রয়োজন হয়েছে।
Synonyms of Gigantic - Colossalstar, Enormousstar, Gargantuan
|
|
| |
|
|
|
১৮৬৪ সনে তৎকালীন নগর কমিশনার সি.টি বাকল্যান্ড এই বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করেন। নদীর ঘাট পর্যন্ত কার্গো ও যাত্রীবাহী স্টিমার চলাচল সুগম করার জন্য পাড়ের নিম্নভাগে পলি প্রতিরোধ করা এবং প্লাবন ও ভাঙন থেকে ঢাকা শহর রক্ষা প্রকল্পের অধীনে এই বাঁধ নির্মিত হয়।
|
|
| |
|
|
|
সুন্দরবনের মোট আয়তন ১০,০০০ বর্গ কিলোমিটার এর মধ্যে ৬,০১৭ বর্গ কিলোমিটার (৬২%) রয়েছে বাংলাদেশে। সুন্দরবন ১৯৯৭ খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। মোট বনভূমির ৩১.১ শতাংশ, অর্থাৎ ১,৮৭৪ বর্গকিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা, খাল-বিল ও জলাকীর্ণ অঞ্চল। এই বনভূমিতে রয়েছে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরণের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণী। সর্বষেষ জরিপ মোতাবেক বর্তমানে সুন্দরবন এলাকায় ৫০০ বাঘ ও ৩০,০০০ চিত্রা হরিণ রয়েছে।
|
|
| |
|
|
|
- ডোভার প্রণালী (ইংরেজি: Strait of Dover) গ্রেট ব্রিটেন দ্বীপকে ফ্রান্স তথা ইউরোপীয় মহাদেশীয় ভূখণ্ড থেকে বিচ্ছিন্নকারী সমুদ্রপ্রণালী। - এটি ইংলিশ চ্যানেল তথা আটলান্টিক মহাসাগরের সাথে উত্তর সাগরের সংযোগসাধন করেছে। - ফরাসিরা এটিকে কালে প্রণালী নামে ডাকে।
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
দ্বিতীয়াদি বিভক্তান্ত পদ পূর্বে থেকে যে সমাস হয়, তাকে তৎপুরুষ সমাস বলে। এতে উত্তরপদের অর্থ প্রাধান্য থাকে। যেমনঃ লবণ দ্বারা অক্ত (যুক্ত) = লবণাক্ত।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
বিভক্তির লোপ না হলে অলুক দ্বন্দ্ব হয়। যেমন- পথে ও ঘাটে=পথেঘাটে ইত্যাদি।
|
|
| |
|
|
|
৩০% লাভে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০+৩০)=১৩০ টাকা বিক্রয়মূল্য ১৩০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১৩০ টাকা বিক্রয়মূল্য ৬৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০*৬৫)/১৩০ টাকা =৫০ টাকা
|
|
| |
|
|
|
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস: চৈতালী ঘূর্ণি (১৯৩২), জলসাঘর (১৯৩৮), ধাত্রীদেবতা (১৯৩৯), কালিন্দী (১৯৪০), গণদেবতা (১৯৪৩), পঞ্চগ্রাম (১৯৪৪), কবি (১৯৪৪), হাঁসুলি বাঁকের উপকথা (১৯৪৭), আরোগ্য নিকেতন (১৯৫৩)।
|
|
| |
|
|
|
প্রযুক্তির ইতিহাসে অমর হয়ে আছেন চার্লস ব্যাবেজ। একাধারে যন্ত্র প্রকৌশলী, গণিতবিদ, আবিষ্কারক ও দার্শনিক ছিলেন তিনি। তাঁকে ‘কম্পিউটারের জনক’ বলা হয়। ১৮৩৪ সালে তিনি আধুনিক কম্পিউটারের মত নিয়ন্ত্রণ অংশ, গাণিতিক ও যৌক্তিক অংশ, স্মৃতি অংশ এবং অন্যান্য বৈশিষ্ট্য সম্বলিত অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি মেকানিক্যাল কম্পিউটারের পরিকল্পনা করেছিলেন। চার্লস ব্যাবেজের এই যন্ত্রটি আধুনিক কম্পিউটারের পূর্বসূরি হয়ে আছে। এজন্য চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। ১৭৯১ সালের ২৬ ডিসেম্বর লন্ডনে তাঁর জন্ম। ১৮৭১ সালের ১৮ অক্টোবর তিনি মারা যান।
|
|
| |
|
|
|
2x+15=27-4x বা,2x+4x=27-15 বা,6x=12 অতএব, x=2
|
|
| |
|
|
|
একজন বোলার গড়ে ২০ রান দিয়ে ১২ টি উইকেট পান তিনি মোট রান দেন=(২০*১২)=২৪০ পরবতী খেলায় গড়ে ৪ রান দিয়ে ৪ উইকেট পান পরবর্তী খেলায় রান দেন=(৪*৪)=১৬ এ পর্যন্ত মোট রান দিয়েছেন=(২৪০+১৬)=২৫৬ এ পর্যন্ত মোট উইকেট পেয়েছেন=(১২+৪)=১৬ অতএব, তার উইকেট প্রতি গড় রান=২৫৬/১৬=১৬
|
|
| |
|
|
|
১০ টি বলদ ২০ দিনে চাষ করে ৫০ বিঘা জমি অতএব, ১টি বলদ ২০ দিনে চাষ করে ৫০/১০ বিঘা জমি অতএব, ১টি বলদ ১ দিনে চাষ করে ৫০/(১০*২০) বিঘা জমি অতএব, ১২ টি বলদ ১৫ দিনে চাষ করে (৫০*১২*১৫)/(১০*২০) বিঘা জমি =৪৫ বিঘা জমি
|
|
| |
|
|
|
৪ দিনে ৩০ সের ছোলা খায় ৬টি ঘোড়া অতএব, ৪দিনে ১ সের ছোলা খায় ৬/৩০ টি ঘোড়া অতএব, ৪ দিনে ২৫ সের ছোলা খায় (৬*২৫)/৩০ টি ঘোড়া =৫টি ঘোড়া
|
|
| |
|
|
|
3x2 - 7x - 6 f(3)=3(3)2-7(3)-6 =27-21-6 =0 অতএব, x-(3)=x-3, 3x2 - 7x - 6 এর একটি উৎপাদাক এখন, 3x2 - 7x - 6 =3x2 -9x+2x-6 =3x(x-3)+2(x-3) =(x-3)(3x+2)
|
|
| |
|
|
|
a-1/a= 5√3 বা, (a-1/a)2=(5√3)2 বা, a2+1/a2-2(a*1/a)=25*3 বা,a2+1/a2-2=75 বা, a2+1/a2=75+2 অতএব, a2+1/a2=77
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
মনে করি, নির্ণেয় সংখ্যাটি x প্রশ্নমতে, (1/2)x+6=2x-21 বা, x/2+6=2x-21 বা, 2x-21=x/2+6 বা, 2x-x/2=6+21 বা, (4x-x)/2=27 বা, 3x=27*2 বা, 3x=54 অতএব, x=18
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
- এখানে crowd হলো collective noun । - যেসব noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে collective noun বলে। - Collective noun-এর কয়েকটি উদাহরণ হলো- audience (শ্রোতামণ্ডলী), Jury (বিচারকমণ্ডলী), library (বইয়ের সংগ্রহশালা), crowd (ভীড়)
|
|
| |
|
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
| |
|