|
|
| |
|
|
|
x + 3y = 40 বা , x + 3 × 3x = 40 বা, x + 9x = 40 বা, 10x=40 ∴ x = 4 ∴ y = 3 × 4 = 12
|
|
| |
|
|
|
| |
|
|
|
১ কিমি =১০০০০০০
∴১ মিলিমিটার , ১ কিলোমিটার ১/১০০০০০০ অংশ
|
|
| |
|
|
|
x²-3x+2=x²-2x-x+2 x(x-2)-1(x-2) =(x-2)(x-1)
|
|
| |
|
|
|
x-³-0.001=0 ⇒ x-³=0.001 ⇒ 1/x³=1/1000 ⇒ x³ =1000 ⇒ x³ =(10)³ ∴x=10 x²=(10)² ∴x²=100
|
|
| |
|
|
|
৩,৪ ও ৫ এর গ সা গু =১ ৪,৫ ও ৬ এর ল সা গু =৬০ ∴ ভগ্নাংশের গ সা গু =১/৬০
|
|
| |
|
|
|
১৫% ক্ষতিতে, বিক্রয়মূল্য ৮৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা " ৬১২ " " " (৬১২× ১০০)/৮৫ = ৭২০ টাকা ১৫%লাভে বিক্রয়মূল্য (৭২০× ১১৫/১০০) টাকা =৮২৮ টাকা
|
|
| |
|
|
|
অপর কোণটি =180⁰ -(90+50)⁰ =180⁰ -140⁰ = 40⁰
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
| |
|
|
|
১৫ জনের ১/২ অংশ করতে সময় লাগে ২০ দিনে ∴ ১২ " ১ " " " " (২০×২) দিনে =৪০ দিনে ৪০ দিনে কাজটি করে ১৫ জন ∴ ২০ " " " (৪০×১৫)/২০ জন =৩০ জন
|
|
| |
|
|
|
শুধু বিজ্ঞানে ফেল করে=৫২-১৭=৩৫%
শুধু অংকে ফেল করে=৪২-১৭=২৫%
উভয় বিষয়ে বা যেকোনো এক বিষয়ে ফেল করে=৩৫+২৫+১৭=৭৭%
উভয় বিষয়ে পাশ করে=১০০-৭৭=২৩%
|
|
| |
|
|
|
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √৩/৪ (বাহু)² = √৩/৪ (১৬)² =√৩/৪ ×১৬×১৬ =৬৪√৩ ∴ সঠিক উত্তর কোনটিই নয় ।
|
|
| |
|
|
|
ট্রেনটির বেগ =৪৫ কিমি /ঘণ্টা =(৪৫× ৫)/১৮ মিঃ/ সেকেন্ড =২৫/২ মি /সেকেন্ড
তালগাছটিকে অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দূরত্ব অতিক্রম করলেই চলবে ।
∴ নির্ণেয় সময় = ১৫০ /(২৫/২) সেকেন্ড = ১৫০× (২৫/২) " =১২ সেকেন্ড
|
|
| |
|
|
|
একটি বৃত্তের যে কোন দুটি বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলে ।
|
|
| |
|
|
|
অনুপাতের রাশিসমূহের যোগফল -(৩+৭+১০)=২০ ∴ ছোট টুকরাটির দৈর্ঘ্য (৬০ এর ৩/২০) মিটার = ৯ মিটার
|
|
| |
|
|
|
ধরি , আসল P টাকা ∴ সুদাসল ৪P টাকা সুদ = ( ৪P- P) টাকা =৩P টাকা সুদের হার =(সুদ ×১০০)/আসল × সময় % =(৩P ×১০০)/P × ২৫ % =১২%
|
|
| |
|
|
|
7 এর গুণিতক হচ্ছে ঃ 7,14 ,21 ,28 .. 7 এর গুণিতক নিয়ে সেট ={ 7,14 ,21 ,28 ..} অর্থাৎ সেটটি অসীম সেট
|
|
| |
|
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাসমূহের গড় =৯৯(৯৯+১)/(২ ×৯৯) =(৯৯ ×১০০)/(২ ×৯৯) =৫০
|
|
| |
|
|
|
| |
|
|
|
-বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান এবং অসীম সাহসিকতা প্রদর্শনের জন্য ৬৭৬ জন ব্যক্তিত্বকে চারটি খেতাব প্রদান করা হয় । -তার মধ্যে সরবচ্চ বীরত্বসূচক খেতাব বীরশ্রেষ্ঠ , দ্বিতীয় বীরউত্তম ,তৃতীয় বীরবিক্রম ও চতুর্থ বীরপ্রতীক।
|
|
| |
|
|
|
| |
|
|
|
সবার উপর মানুষ সত্য তার উপর নাই চরণটির মধ্যযুগ ও চৈতন্য পূর্বযুগের সহজিয়াপন্থি কবি চণ্ডীদাসের এ পঙক্তির মাধ্যমে জাত - পাতযুক্ত সমাজে তিনি প্রথম মানবতার বাণী উচ্চারণ করেন
|
|
| |
|
|
|
ROM বা Read Only Memory হল কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি ।RAM কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তি । তবে ROM এবং RAM উভয়ই কম্পিউটারের প্রধান মেমোরি ।
|
|
| |
|
|
|
-জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে এশিয়া মহাদেশ তথা সার্কভুক্ত সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ । -মালদ্বীপের আয়তন ও জনসংখ্যা যথাক্রমে ২৯৮ বর্গ কিমি ও ৪ লাখ ।
|
|
| |
|
|
|
বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদীন ১৯৪৩ সালের দুর্ভিক্ষে ধারাবাহিকভাবে একাধিক চিত্র স্কেচ করেন। এ দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ পরান হারায় । দুর্ভিক্ষের রেখাচিত্র নামে পরিচিত তার এর চিত্রকর্মে ফুটে উঠেছে শব - সদাগরদের নিষ্ঠুরতা ও নৈতিক কলুষতা , সে সাথে নিপীড়িতদের অমানবিক দুর্দশা , চিত্রকর্মগুলো জয়নুল আবেদিনকে ভারতব্যাপী খ্যাতি এনে দেয় ।
|
|
| |
|
|
|
- ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতার সুলতান শামসুদ্দীন ইলতুৎমিশ। তিনি ১২১১ সালে দিল্লির সিংহাসনে আরোহণ করেন ।সুলতান ই- আযম তার উপাধি ছিল। - মুহম্মদ বিন তুঘলক ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন। দিল্লির তুঘলক বংশের দ্বিতীয় সুলতান হিসেবে তিনি ১৩২৫ থেকে ১৩৫১ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। - শের শাহের আমলের 'দাম নামক' মুদ্রার আবিষ্কার করেন।
|
|
| |
|
|
|
বঙ্গবন্ধুর প্রথম আত্মজীবনী গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী বাংলা ও ইংরেজী সংস্করণে প্রথম প্রকাশিত হয় ১৮ জুন ২০১২ । এ গ্রন্থে বঙ্গবন্ধু ১৯৬৬-৬৯ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীন অবস্থায় ১৯৫০ দশকের ঘটনাবলি তুলে ধরেছেন । অসমাপ্ত আত্মজীবনী ২০১৮ সালের জুলাই পর্যন্ত ৭ টি ভাষায় অনুদিত হয় ।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
-ভিটামিন সি এর রাসায়নিক নাম হল অ্যাসকরবিক এসিড । -ভিটামিন সি এর অভাবে যে সব রোগ হয় তা হল স্কার্ভি , শিশুদের মাড়ি ফুলে যায় ,ক্ষত সারতে দেরি হয় ইত্যাদি ।
|
|
| |
|