এক ব্যাক্তি ঘন্টায় ৩০ মাইল বেগে ২ ঘন্টা ভ্রমণ করার পর পরবর্তী ৩ ঘন্টায় ৬০ মাইল পথ অতিক্রম করে। সম্পুর্ণ পথের জন্য তার গড় গতিবেগ কত?
A ২০ মাইল
B ২৪ মাইল
C ৩০ মাইল
D ৩৪ মাইল
Solution
Correct Answer: Option B
৩০ মাইল বেগে ২ ঘণ্টা যাওয়ার অর্থ হলো ২ ঘণ্টায় মোট ৩০ x ২ = ৬০ মাইল পথ গেছে।
আবার, পরবর্তীতে মোট ৬০ মাইল পথ গেছে ৩ ঘণ্টায়।
তাই সুত্রানুযায়ী, গড় গতিবেগ = মোট অতিক্রান্ত পথ (যাওয়া + আসা) / মোট অতিবাহিত সময় (যাওয়া + আসা)
= (৬০ + ৬০) /(২+৩)
= ১২০/৫
= ২৪ মাইল।