Solution
Correct Answer: Option C
যাত্রা- শওকত আলীর যাত্রা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। ১৯৭১ সালের ২৫ শে মার্চের ভয়াল কালরাতে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর পৈশাচিক আক্রমণ থেকে প্রাণরক্ষার জন্য ঢাকাবাসীর অনিশ্চিত গন্তব্যের দিকে ছুটে চলার কাহিনিই যাত্রা
অবেলায় অসময়- আমজাদ হোসেন এর অবেলায় অসময় মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
হাঙর নদী গ্রেনেড- সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
মর্গের নীল পাখি- সেলিনা হোসেন রচিত রাষ্ট্রীয় সন্ত্রাসের শিল্পআখ্যান বিষয়ক উপন্যাস।
তাঁর রচিত অন্যান্য উপন্যাস-
- নীল ময়ূরের জীবন,
- চাঁদবেনে,
- ভালোবাসা প্রীতিলতা,
- টানাপোড়েন,
- কাকতাড়ুয়া,
- মোহিনীর বিয়ে ইত্যাদি।