রবীন্দ্রনাথ এরপর কাকে সব্যসাচী লেখক বলা হয়?
Solution
Correct Answer: Option B
- বুদ্ধদেব বসু ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় জন্ম।
- বাংলা সাহিত্যের সব শাখায় তার অবাধ বিচরণ রয়েছে।
- রবীন্দ্রনাথ পরবর্তী সব্যসাচী লেখক বলা হয় বুদ্ধদেব বসু কে।
তাঁর রচিত কাব্যগ্রন্থসমূহ-
• মর্মবানী (১৯২৫),
• বন্দীর বন্দনা (১৯৩০)
• একটি কথা (১৯৩২)
• পৃথিবীর পথে (১৯৩৩)
• কঙ্কাবতী (১৯৩৭)
• দময়ন্তী (১৯৪৩)
• দ্রৌপদীর শাড়ি (১৯৪৮)
• শ্রেষ্ঠ কবিতা (১৯৫৩)
• শীতের প্রার্থনা: বসন্তের উত্তর (১৯৫৫)
• যে-আঁধার আলোর অধিক (১৯৫৮)
• দময়ন্তী: দ্রৌপদীর শাড়ি ও অন্যান্য কবিতা (১৯৬৩)
• মরচেপড়া পেরেকের গান (১৯৬৬)
• একদিন: চিরদিন (১৯৭১)
• স্বাগত বিদায় (১৯৭১)