একটি ছক্কা ৩ বার নিক্ষেপ করা হল । উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত ?
Correct Answer: Option C
ছক্কাকে ৩ বার নিক্ষেপ করলে মোট ফলাফল হবে 63 = ২১৬ এবং প্রতিবারেই একই সংখ্যাগুলো হতে পারে প্রতিবারেই ১ অথবা প্রতিবারেই ২ অথবা ৩ , ৪ অথবা ৫ অথবা ৬ । অর্থাৎ মোট ছয়বার প্রতিক্ষেত্রে একই সংখ্যা আসতে পারে । এখন উওরটি হবে \(\frac{6}{{216}}\) বা, \(\frac{1}{{36}}\)
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions