একটি পাত্রে ৫টি সাদা মোজা ও ৬টি কালো মোজা আছে, অন্ধকারে মোট কয়টি মোজা তুললে নিশ্চিতভাবে বলা যাবে যে, তাদের মধ্যে একটি সাদা মোজা আছে?

A ৫টি

B ৬টি

C ৭টি

D ৮টি

Solution

Correct Answer: Option C

  মোট ছয়টি মোজা তুললেও ৬টিই কালো হতে পারে । কিন্তু ৭ম বার মোজা তোলার পর অবশ্যই তা সাদা মোজা হবে । কেননা মোট ৬টি কালো মোজা সেই পাত্রে ছিল 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions