রাকিবের পকেটে ২টি লাল,৩টি নীল, ৫টি কালো ও ৮টি সবুজ মার্বেল আছে । কমপক্ষে কতটি মার্বেল নিলে প্রত্যেক রংয়ের অন্তত মোট ১টি করে হলেও মার্বেল পাবে ?
Correct Answer: Option C
মোট মার্বেলের সংখ্যা ২+৩+৫+৮ = ১৮ টি এর মধ্যে সবথেকে কম মার্বেলের সংখ্যা থেকে ১টি মার্বেল নিয়ে বাকী সবগুলো মার্বেল নেয়ার পর নিশ্চিতভাবে বলা সম্ভব হবে যে প্রতি রংয়ের একটি করে মার্বেল পাওয়া যাবে । সুতরাং মার্বেল নিতে হবে ৮+৫+৩+১ = ১৭ টি
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions