কিন্ডার গার্টেন পদ্ধতির প্রবর্তক কে?

A ডিউই

B মন্টেসরী

C ফ্রোয়েবল

D পেস্তালৎসী

Solution

Correct Answer: Option C

কিন্ডারগার্টেন' শব্দটি বিখ্যাত জার্মান শিশু-শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ফ্রেডরিখ ফ্রোয়েবল কর্তৃক সৃষ্ট হয়েছে।  তিনি ১৮৩৭ সালে ব্যাড ব্ল্যাংকেনবার্গে শিশুদেরকে বাড়ী থেকে বিদ্যালয় পর্যন্ত গমন এবং খেলা ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগ্রহণের ধারণাকে কেন্দ্র করে এ শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions