it rained for three days= এখানে rained এর পরিবর্তে was raining হবে। Grammar is better servant than master= অর্থগত ভুল He is my elder teacher= teacher এর ক্ষেত্রে elder হবে না । elder এর পরিবর্তে senior বসালে বাক্যটি শুদ্ধ হবে।
While he was walking in the garden, a snake bit him=sentence টি সঠিক ।(while যুক্ত দুটি clause থাকলে এবং while যুক্ত clause টি past continuous tense হলে,পরবর্তী clause টি past indefinite tense হয়)
পরস্পর একজাতীয় ক্রিয়াকরণ বোঝালে যে বহুব্রীহি সমাস হয় তাকে ব্যতিহার বহুব্রীহি বলে। এই সমাসে পূর্বপদ আ-কারান্ত ও পরপদ ই-কারান্ত হয়। যেমন: লাঠিতে লাঠিতে যে যুদ্ধ= লাঠালাঠি; পরস্পর গালি বর্ষণ করে যুদ্ধ = গালাগালি; হেসে হেসে যে আলাপ = হাসাহাসি।
যে Word কোন Noun বা Pronoun এর পূর্বে বসে Sentence এর অন্য কোন Word এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে । যেমন : on, in, over, under, beside, with ইত্যাদি
Abstract Noun (গুণবাচক বিশেষ্য): যে Noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কাজের নাম প্রকাশ করা হয় তাকে Abstract Noun বলে । যেমন : -Goodness, -Kindness, -Happiness, -Beauty, -Strength ইত্যাদি।
নির্দিষ্ট ব্যক্তি বুঝালে Proper Noun হয়। আর একজাতীয় সকলকে বুঝালে Common Noun হয়। যেমন ধরা যাক Mina, এটি একটি নির্দিষ্ট মেয়ের নাম। তাই এটি Proper Noun।
কিন্তু যদি Girl শব্দটি নেওয়া হয় তবে এটা Mina, Rina, Samira অর্থাৎ সবাইকে বুঝায়; ফলে Girl শব্দটি Common Noun।
নির্দিষ্টভাবে কোন কিছুর নাম বুঝালে তা Proper Noun আর এদেরকে অনির্দিষ্টভাবে বুঝালে তা Common Noun।
মুনীর চৌধুরীর পূর্ণাঙ্গ মৌলিক নাটক দুটি। রক্তাক্ত প্রান্তর (১৯৬২) ও চিঠি (১৯৬৬)। তাঁর নাট্যস্বভাবের দুই বিপরীতমুখী প্রবণতার পরিচয় রয়েছে তাতে। প্রথমটি ট্র্যাজেডি, তার পটভূমি ১৭৬১ সালের পানিপথ-প্রান্তর দ্বিতীয়টি কমেডি, তার পটভূমি ১৯৬২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়।
‘ওরা কদম আলী’ নাটকটির রচয়িতা মামুনুর রশীদ। ১৯৭৬ সালে মামুনুর রশীদের নির্দেশনায় নাটকটি মঞ্চায়ন করে ‘আরণ্যক’। ১৯৪৮ সালের ২৯ শে ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলায় মামুনূর রশীদের জন্ম। তাঁর রচিত উল্লেখ্যযোগ্য নাটক: ওরা কদম আলী, ওরা আছে বলেই, ইবলিস, গিনিপিগ, অববাহিকা, সমতট, পাথর, লেবেদফ, চের সাইকেল। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও আলাওল সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।
১৯২৬ সালে প্রকাশিত একটি উপন্যাস। ব্রিটিশ শাসনের সময় লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি সাহসী উপন্যাস। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একদল বিপ্লবীর সংগ্রামের কাহিনী নিয়েই এই উপন্যাস। বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার এই উপন্যাসটি বাজেয়াপ্ত করে।
- Random Access Memory বা RAM হল এক ধরনের উপাত্ত (ডাটা) সংরক্ষণের মাধ্যম। - র্যাম হল অস্থায়ী মেমরি যা এপ্লিকেশন চালাতে সাহায্য করে। র্যামে অত্যন্ত সহজে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তথ্য মুছে ফেলা যায়। - তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র্যামে সম্পাদন করা যায় বলে র্যামকে Read/Write Memory স্মৃতিও বলা হয়। - কম্পিউটার চালু করার সাথে সাথেই কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা র্যাম স্মৃতিতে চলে আসে। কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়। তাই একে ভোলাটাইল স্মৃতি বা অস্থায়ী স্মৃতিও বলা হয়।
কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এবং খনিজ উপাদান সমূহ। প্রতি ১০০ গ্রাম কচুশাকে থাকে- ৬.৮ গ্রাম শর্করা, ৩.৯ গ্রাম প্রোটিন, ১০ মিলিগ্রাম লৌহ, ০.২২ মিলিগ্রাম ভিটামিন বি-১ (থায়ামিন), ০.২৬ মিলিগ্রাম ভিটামিন বি-২ (রাইবোফ্লেবিন), ১২ মিলিগ্রাম ভিটামিন ‘সি’, ১.৫ গ্রাম স্নেহ বা চর্বি, ২২৭ মিলিগ্রাম ক্যালসিয়াম এবং ৫৬ কিলোক্যালরি খাদ্যশক্তি।
দুধ, দই, ছানা, পনির, ছোট মাছ (মলা-ঢেলা), নানা রকম ডাল, সবুজ শাকসবজি, লাল শাক, কচু শাক ইত্যাদি ক্যালসিয়ামের প্রধান উৎস। উৎসঃ নমব দশম শ্রেণির জীববিজ্ঞান।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।