একটি পাত্রে ৪টি লাল মার্বেল ৫টি নীল মার্বেল এবং ৫টি সবুজ মার্বেল আছে । সেখানে থেকে ১টি মার্বেল তুললে তা নীল মার্বেল হওয়ার সম্ভাবনা কত ? 

A \(\frac{5}{{14}}\) 

B   \(\frac{1}{2}\) 

C   \(\frac{5}{2}\) 

D  \(\frac{5}{{20}}\) 

Solution

Correct Answer: Option A

মোট মার্বেল সংখ্যা = ৪+৫+৫ = ১৪ টি  নীল মার্বেল = ৫টি নিণেয় সম্ভাবনা = \(\frac{5}{{14}}\) 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions