একটি পাত্রে ৩টি সাদা বল ৪টি লাল বল ও ২টি সবুজ বল আছে । সেখান থেকে এলোমেলোভাবে ৩টি বল নেওয়া হলে তিনটি বলই লাল রং হওয়ার সম্ভাবনা কত ?
Correct Answer: Option A
পাত্রে মোট বল সংখ্যা = ৩+৪+২ = ৯টি । ৯টি থেকে ৩টি বল নেওয়া যায়, মোট 9C3 = \(\frac{{9 \times 8 \times 7}}{{1 \times 2 \times 3}} = 84\)
আবার ৪টি লাল বল থেকে ৩টি লাল বল নেওয়া যায় মোট = 4C3 = \(\frac{{4 \times 3 \times 2}}{{1 \times 2 \times 3}} = 4\) নির্ণেয় সম্ভাবনা \(\frac{4}{{84}} = \frac{1}{{21}}\)
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions