দংশন এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

A দম্+শন

B দম+সন

C দম+ষন

D দঙ+শন

Solution

Correct Answer: Option A

‘ম’-এর পরে অন্তঃস্থ ধ্বনি (য, র, ল, ব) কিংবা উষ্ম ধ্বনি (শ, ষ, স, হ) থাকলে ‘ম’-এর জায়গায় ‘ং’ হয়।
যেমনঃ
- সম+যম = সংযম
- সম+বাদ = সংবাদ
- সম+রক্ষণ = সংরক্ষণ
- সম+লাপ = সংলাপ
- সম+শয় = সংশয়
- সম+সার = সংসার
- সম+হার = সংহার
- বারম+বার = বারংবার
- কিম+বা = কিংবা
- সম+বরণ = সংবরণ
- সম+যোগ = সংযোগ
- সম+যোজন = সংযোজন
- সম+শোধন = সংশোধন
- সর্বম+সহা = সর্বংসহা
- স্বয়ম+বরা = স্বয়ম্বরা
উল্লেখ্য, এই নিয়মের একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম- সম+রাট = সম্রাট।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions