Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ২৭.০৬.২০১৫ (79 টি প্রশ্ন )
নবায়নযোগ্য শক্তি বলতে বুঝায় যে শক্তি পুনঃপুন ব্যবহার করা যায় তাকে । তাই এখানে সূর্য হল নবায়নযোগ্য শক্তি ।অন্যদিকে ফুয়েল সেল , পারমাণবিক জ্বালানি , পাট কয়লা ইত্যাদিকে পুনঃপুন ব্যবহার করা যায় না ।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় ১০ এপ্রিল ১৯৭১ সালে আর এটি পঠিত হয় ঐ বছরের ১৭ এপ্রিলে । আর ঘোষণা পত্রটি পাঠ করেন অধ্যাপক এম ইউসুফ আলী ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ ভাগের তৃতীয় পরিচ্ছেদের ১১৭ নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি সন্নিবেশিত হয়েছে ।
অপারেটিং সিস্টেম সফটওয়্যার হল উৎকৃষ্ট সিস্টেম সফটওয়্যার । এখানে এমএস উইন্ডোজ ও উব উবুন্টু ( লিনাক্স ভিত্তিক অপারেটি সফটওয়্যার ) উভয়ই সিস্টেম সফটওয়্যার । অন্যদিকে এমেস ওয়ার্ড হল এপ্লিকেশন সফটওয়্যার এবং ওরাকল হল ডাটাবেস সফটওয়্যার ।
- বেরিং প্রণালী আমেরিকা থেকে এশিয়ার পৃথক করেছে ।
- এর প্রস্থতা ৪২ কিমি ।
- এটি উত্তর মহাসাগরের চুকচি সাগর ও প্রশান্ত মহাসাগরের বেরিং সাগরকে যুক্ত করেছে।
গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ । দ্বীপটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত আর রাজনৈতিক ইউরোপের অর্থাৎ ডেনমার্কের শাসনাধীন ।
'SIM'- এর পূর্ণরূপ হলো Subscriber Identity Module। গ্রাহকদেরকে জিএসএম মোবাইল ফোনের সার্ভিস প্রোভাইডার একটি সিম কার্ড সরবরাহ করে।
ক্রোনা নামে দুটি দেশের মুদ্রা একটি সুইডেন অন্যটি আইসল্যান্ড । গিলো বাস্তবে কোন দেশের মুদ্রা নয় এটি কাল্পনিক মুদ্রা ।
● 'হ্যারি পটার' একটি মনোমুগ্ধকর কাল্পনিক কিশোর উপন্যাস ।
●  লেখিকা হলেন ব্রিটিশ নগরিক জে কে রাউলিং ।
● এ পর্যন্ত এ সিরিজের ৭ টি বই বেরিয়েছে ।
● প্রথম ও শেষ উপন্যাস দুটি যথাক্রমে Harry Potter and the Philosopher 's Stone ও Harry Potter and ther Deathly Hallows .

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে।

বর্তমানে খেতাবগুলো হলো:

বীরপ্রতীক- ৪২৪ জন
বীরবিক্রম- ১৭৪ জন
বীরউত্তম- ৬৭ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৮ জন)
বীরশ্রেষ্ঠ- ০৭ জন
মোট খেতাবধারী- ৬৭২ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৭৩ জন)

গত ৭ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাকান্ডের চার আসামীর খেতাব বাতিল করে।
তারা হলেন: লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম), লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম), লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক), নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)

 



 


মুহম্মদ আনোয়ার আল সাদাত ছিলেন মিশরের তৃতীয় প্রেসিডেন্ট । তিনি ১৯৭০- ১৯৮১ পর্যন্ত ক্ষমতায় ছিলেন ।ইসরাইলের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের পর ১৯৭৮ সালে প্রথম মুসলিম হিসেবে যৌথভাবে ইসরাইলের প্রধানমন্ত্রীর সাথে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন । ১৯৮১ সালে তিনি আততায়ীর হাতে নিহত হন ।
CNG এর অর্থ হল Compressed Natural Gas অর্থাৎ কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস ।
মনিটর , কম্পিউটারের একটি সাধারণ out put device বা বাহির মুখ ।অন্যদিকে কী বোর্ড , বারকোড , ওএমআর (optical mark reader ) হল input device বা গ্রহণ মুখ ।
ইউরোপিয়ান ইউনিয়নের ২৮ টি দেশের মধ্যে ইউরো মুদ্রা গ্রহণ করেছে ১৯ টি দেশ , বাকি নয়টি দেশের মধ্যে ইংল্যান্ড অন্যতম।
সবুজ গ্রহ বলা হয় ইউরনাসকে । বুধ হল সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ । পৃথিবীই হল একমাত্র গ্রহ যেখানে মানুষ বাস করে ।আর মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ বা গোলাপি গ্রহ ।
-প্রাচীন গ্রীক লেখক হেরোডোটাসকে ইতিহাসের জনক বা পিতা হিসেবে বিবেচনা করা হয়।
-তিনি খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে জন্মগ্রহণ করেন এবং তাঁর লেখনিই প্রথমবারের মতো ইতিহাসকে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে চিহ্নিত করে।
-হেরোডোটাস তাঁর "দ্য হিস্টোরিজ" নামক নয় খণ্ডের একটি বিশাল গ্রন্থে প্রাচীন বিশ্বের ইতিহাস লিখেছিলেন। এই গ্রন্থে তিনি প্রাচীন গ্রীস, পারস্য, মিশর, এবং তুর্কিসহ বিভিন্ন সভ্যতার ইতিহাস সম্পর্কে লিখেছেন।
১৯৭১ সালের স্বাধীনতার পর ইরাক ১৯৭২ সালের ৮ জুলাই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। প্রথম আরব দেশ হিসেবে তারা এই স্বীকৃতি দেয়।
১ ঘণ্টা ২০ মিনিট = ৮০ মিনিট
৪ ঘণ্টা = ২৪০ মিনিট
∴ ১ ঘণ্টা ২০ মিনিট ৪ ঘণ্টার (৮০/২৪০) অংশ
                                      =১/৩ অংশ
a ⦂ b = 4 ⦂ 7
         =20 ⦂  35
b ⦂ c  =5 ⦂ 6
          =35  ⦂ 42
∴a ⦂ b ⦂ c= 20 ⦂ 35 ⦂ 42


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ধরি , খ এর আছে x টাকা
∴ ক এর আছে     2x টাকা

শর্তমতে x+২x =৩০
 বা , x =৩০ /৩
 ∴  x = ১০ টাকা
   ∴ খ এর আছে ১০ টাকা
আসল +৫ বছরের সুদ ৫০০ টাকা
আসল + ৩ বছরের সুদ ৪৬০ টাকা
∴ ২ বছরের সুদ ৪০ টাকা
∴ ৩  "         "    (৪০×৩)/২ =৬০ টাকা

∴ r = (৬০×৩)/(৪০০×৩)
      =৫%
১০০ টাকায় আম বিক্রয় করতে হবে ১০৩.৫ টাকা
∴ ৫০০ টাকায় "    "          "       " (১০৩.৫ ×৫০০ )/১০০ টাকা
                                                    =৫১৭.৫০ টাকা
 
০.১ এর বর্গমূল  √০.১
                      =০.৩২


বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গ মি
 ∴ বাগানের দৈর্ঘ্য = √ ২০২৫ মি =৪৫ মি
 ∴  বাগানের পরিসীমা তথা বেড়ার দৈর্ঘ্য (৪৫×৪) মি =১৮০ মি
xy=2
বা , y =2/x
x+2.2/x=4
x²  +4 =4x
x² -4x +4 =0
(x-2)²  =0
∴ x =2


কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ত্রিভুজের মধ্যমা বলা হয় ।
সংখ্যাগুলোর যোগফল =(১০০+১) ×১০০/২
                               = ১০১×৫
                          =৫০৫০
১ টি লেবুর ক্রয়মূল্য ১/১০ টাকা
১ টি   "         "          ১/৮ টাকা

∴  ;লাভ =(১/১০)-(১/৮ ) টাকা
            = (৫-৪ )/৪০
           =১/৪০

লাভের হার  ={(১/৪০)/(১/১০)×১০০}%
                = (১০০×১০) /৪০%
              =২৫%
4ab =(a+b)²  -(a-b)²
        (5)²-(3)²
       = 25 -9
4ab  =16
∴ ab =4



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
চতুর্থ সমানুপাতিক x  হলে ,
 ৩×x = ৯×৪
বা , x = ৯×৪ /৩
∴  x =  ১২
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0