|
|
নবায়নযোগ্য শক্তি বলতে বুঝায় যে শক্তি পুনঃপুন ব্যবহার করা যায় তাকে । তাই এখানে সূর্য হল নবায়নযোগ্য শক্তি ।অন্যদিকে ফুয়েল সেল , পারমাণবিক জ্বালানি , পাট কয়লা ইত্যাদিকে পুনঃপুন ব্যবহার করা যায় না ।
|
|
| |
|
|
|
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় ১০ এপ্রিল ১৯৭১ সালে আর এটি পঠিত হয় ঐ বছরের ১৭ এপ্রিলে । আর ঘোষণা পত্রটি পাঠ করেন অধ্যাপক এম ইউসুফ আলী ।
|
|
| |
|
|
|
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ ভাগের তৃতীয় পরিচ্ছেদের ১১৭ নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি সন্নিবেশিত হয়েছে ।
|
|
| |
|
|
|
অপারেটিং সিস্টেম সফটওয়্যার হল উৎকৃষ্ট সিস্টেম সফটওয়্যার । এখানে এমএস উইন্ডোজ ও উব উবুন্টু ( লিনাক্স ভিত্তিক অপারেটি
সফটওয়্যার ) উভয়ই সিস্টেম সফটওয়্যার ।
অন্যদিকে এমেস ওয়ার্ড হল এপ্লিকেশন সফটওয়্যার এবং ওরাকল হল ডাটাবেস সফটওয়্যার ।
|
|
| |
|
|
|
- বেরিং প্রণালী আমেরিকা থেকে এশিয়ার পৃথক করেছে । - এর প্রস্থতা ৪২ কিমি । - এটি উত্তর মহাসাগরের চুকচি সাগর ও প্রশান্ত মহাসাগরের বেরিং সাগরকে যুক্ত করেছে।
|
|
| |
|
|
|
গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ । দ্বীপটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত আর রাজনৈতিক ইউরোপের অর্থাৎ ডেনমার্কের শাসনাধীন ।
|
|
| |
|
|
|
'SIM'- এর পূর্ণরূপ হলো Subscriber Identity Module। গ্রাহকদেরকে জিএসএম মোবাইল ফোনের সার্ভিস প্রোভাইডার একটি সিম কার্ড সরবরাহ করে।
|
|
| |
|
|
|
ক্রোনা নামে দুটি দেশের মুদ্রা একটি সুইডেন অন্যটি আইসল্যান্ড । গিলো বাস্তবে কোন দেশের মুদ্রা নয় এটি কাল্পনিক মুদ্রা ।
|
|
| |
|
|
|
● 'হ্যারি পটার' একটি মনোমুগ্ধকর কাল্পনিক কিশোর উপন্যাস । ● লেখিকা হলেন ব্রিটিশ নগরিক জে কে রাউলিং । ● এ পর্যন্ত এ সিরিজের ৭ টি বই বেরিয়েছে । ● প্রথম ও শেষ উপন্যাস দুটি যথাক্রমে Harry Potter and the Philosopher 's Stone ও Harry Potter and ther Deathly Hallows .
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে।
বর্তমানে খেতাবগুলো হলো:
বীরপ্রতীক- ৪২৪ জন বীরবিক্রম- ১৭৪ জন বীরউত্তম- ৬৭ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৮ জন) বীরশ্রেষ্ঠ- ০৭ জন মোট খেতাবধারী- ৬৭২ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৭৩ জন)
গত ৭ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাকান্ডের চার আসামীর খেতাব বাতিল করে। তারা হলেন: লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম), লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম), লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক), নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)
|
|
| |
|
|
|
মুহম্মদ আনোয়ার আল সাদাত ছিলেন মিশরের তৃতীয় প্রেসিডেন্ট । তিনি ১৯৭০- ১৯৮১ পর্যন্ত ক্ষমতায় ছিলেন ।ইসরাইলের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের পর ১৯৭৮ সালে প্রথম মুসলিম হিসেবে যৌথভাবে ইসরাইলের প্রধানমন্ত্রীর সাথে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন । ১৯৮১ সালে তিনি আততায়ীর হাতে নিহত হন ।
|
|
| |
|
|
|
CNG এর অর্থ হল Compressed Natural Gas অর্থাৎ কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস ।
|
|
| |
|
|
|
মনিটর , কম্পিউটারের একটি সাধারণ out put device বা বাহির মুখ ।অন্যদিকে কী বোর্ড , বারকোড , ওএমআর (optical mark reader ) হল input device বা গ্রহণ মুখ ।
|
|
| |
|
|
|
ইউরোপিয়ান ইউনিয়নের ২৮ টি দেশের মধ্যে ইউরো মুদ্রা গ্রহণ করেছে ১৯ টি দেশ , বাকি নয়টি দেশের মধ্যে ইংল্যান্ড অন্যতম।
|
|
| |
|
|
|
সবুজ গ্রহ বলা হয় ইউরনাসকে । বুধ হল সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ । পৃথিবীই হল একমাত্র গ্রহ যেখানে মানুষ বাস করে ।আর মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ বা গোলাপি গ্রহ ।
|
|
| |
|
|
|
-প্রাচীন গ্রীক লেখক হেরোডোটাসকে ইতিহাসের জনক বা পিতা হিসেবে বিবেচনা করা হয়। -তিনি খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে জন্মগ্রহণ করেন এবং তাঁর লেখনিই প্রথমবারের মতো ইতিহাসকে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে চিহ্নিত করে। -হেরোডোটাস তাঁর "দ্য হিস্টোরিজ" নামক নয় খণ্ডের একটি বিশাল গ্রন্থে প্রাচীন বিশ্বের ইতিহাস লিখেছিলেন। এই গ্রন্থে তিনি প্রাচীন গ্রীস, পারস্য, মিশর, এবং তুর্কিসহ বিভিন্ন সভ্যতার ইতিহাস সম্পর্কে লিখেছেন।
|
|
| |
|
|
|
১৯৭১ সালের স্বাধীনতার পর ইরাক ১৯৭২ সালের ৮ জুলাই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। প্রথম আরব দেশ হিসেবে তারা এই স্বীকৃতি দেয়।
|
|
| |
|
|
|
১ ঘণ্টা ২০ মিনিট = ৮০ মিনিট ৪ ঘণ্টা = ২৪০ মিনিট ∴ ১ ঘণ্টা ২০ মিনিট ৪ ঘণ্টার (৮০/২৪০) অংশ =১/৩ অংশ
|
|
| |
|
|
|
a ⦂ b = 4 ⦂ 7 =20 ⦂ 35 b ⦂ c =5 ⦂ 6 =35 ⦂ 42 ∴a ⦂ b ⦂ c= 20 ⦂ 35 ⦂ 42
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
ধরি , খ এর আছে x টাকা ∴ ক এর আছে 2x টাকা
শর্তমতে x+২x =৩০ বা , x =৩০ /৩ ∴ x = ১০ টাকা ∴ খ এর আছে ১০ টাকা
|
|
| |
|
|
|
আসল +৫ বছরের সুদ ৫০০ টাকা আসল + ৩ বছরের সুদ ৪৬০ টাকা ∴ ২ বছরের সুদ ৪০ টাকা ∴ ৩ " " (৪০×৩)/২ =৬০ টাকা
∴ r = (৬০×৩)/(৪০০×৩) =৫%
|
|
| |
|
|
|
১০০ টাকায় আম বিক্রয় করতে হবে ১০৩.৫ টাকা ∴ ৫০০ টাকায় " " " " (১০৩.৫ ×৫০০ )/১০০ টাকা =৫১৭.৫০ টাকা
|
|
| |
|
|
|
০.১ এর বর্গমূল √০.১ =০.৩২
|
|
| |
|
|
|
বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গ মি ∴ বাগানের দৈর্ঘ্য = √ ২০২৫ মি =৪৫ মি ∴ বাগানের পরিসীমা তথা বেড়ার দৈর্ঘ্য (৪৫×৪) মি =১৮০ মি
|
|
| |
|
|
|
xy=2 বা , y =2/x x+2.2/x=4 x² +4 =4x x² -4x +4 =0 (x-2)² =0 ∴ x =2
|
|
| |
|
|
|
কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে ত্রিভুজের মধ্যমা বলা হয় ।
|
|
| |
|
|
|
সংখ্যাগুলোর যোগফল =(১০০+১) ×১০০/২ = ১০১×৫ =৫০৫০
|
|
| |
|
|
|
১ টি লেবুর ক্রয়মূল্য ১/১০ টাকা ১ টি " " ১/৮ টাকা
∴ ;লাভ =(১/১০)-(১/৮ ) টাকা = (৫-৪ )/৪০ =১/৪০
লাভের হার ={(১/৪০)/(১/১০)×১০০}% = (১০০×১০) /৪০% =২৫%
|
|
| |
|
|
|
4ab =(a+b)² -(a-b)² (5)²-(3)² = 25 -9 4ab =16 ∴ ab =4
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
চতুর্থ সমানুপাতিক x হলে , ৩×x = ৯×৪ বা , x = ৯×৪ /৩ ∴ x = ১২
|
|
| |
|