Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ- ২০১৮ [২য় পর্যায়] ৩১.০৫.২০১৯ (80 টি প্রশ্ন )
অনুপাতের যোগফল =২+৪+৫=১১
বৃহত্তম অংশের পরিমাণ =১৪৩ এর ৫÷১১=৬৫
ক্ষুদ্রতম অংশের পরিমান= ১৪৩ এর ২÷১১=২৬
পার্থক্য=৬৫-২৬=৩৯ 
ধরি, বৃত্তের ব্যাসার্ধ r
অতএব বৃত্তের ক্ষেত্রফল r2π=১৬.....(১)
এবং পরিধি ২πr=৮ ........    (২)
সমীকরণ (২) নং হতে পাই ২rπ  =৮
                  r π=৮ ⁄২=৪
এখন (১) নং এ r π=৪ বসাই
       r2 π =16
r π × r=১৬
r × ৪=১৬
        r=৪
বাংলা উপসর্গ মোট ২১ টিঃ অ, অঘা, অজ,অনা, আ,আড়, আন, আব, ইতি, ঊন ,কদ, কু,নি,পাতি,বি,ভর,রাম,স,সা,সু,হা ।





দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হয়।এগুলো হলো ঃ বিপরিতার্থক শব্দ যোগে ঃ দা-কুমড়া ,অহি-নকুল,স্বর্গ -নরক ইত্যাদি।
মিলনার্থক শব্দযোগে ঃ মা-বাপ, মাসি-পিসি, জ্বিন- পরি ইত্যাদি।
বিপরীতার্থক শব্দযোগে ঃআয়- ব্যয় ,জমা-খরচ,ছোট-বড়,ছেলে-বুড়ো,লাভ- লোকসান ইত্যাদি।
সমার্থক শব্দযোগে ঃহাট -বাজার,ঘর-দুয়ার,কল-কারখানা,মোল্লা-মৌলভি,খাতা-পত্র ইত্যাদি।


চন্দ্র এবং সূর্য ভূপৃষ্ঠের জল ও স্থলকে অবিরাম আকর্ষণ করছে।চন্দ্র ওসূর্যের আকর্ষণ এবং পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্টের পানি প্রত্যহ নিয়মিত স্থানবিশেষে ফুলে ওঠে এবং অন্যত্র নেমে যায়। পানির এই ফুলে ওঠা বা স্ফীতিকে জোয়ার (High tide) এবং নেমে যাওয়াকে ভাটা(Low tide)বলে। জোয়ার -ভাটার প্রধান কারণ পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ  । দূরত্বের কারণে সূর্যের চেয়ে জোয়ার ভাটার উপর  চাঁদের আকর্ষণ বেশি ।হিসেব করে দেখা গেছে যে জোয়ার উৎপাদনে সূর্যের ক্ষমতা চন্দ্রের ৪÷৯ ভাগ।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম -বঙ্গঙ্গবন্ধু সস্যাটেলাইট -১।উল্লেখ্য, বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বংবন্ধু স্যাটেলাইট -১ শুক্রবার (১১ মে) দিবাগত রাত ২:১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের  ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হলো।

এম, মনসুর আলী মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের অর্থ মন্ত্রি ছিলেন। মুক্তিযুদ্ধকালীন খাদ্য , বস্ত্র, অস্ত্র  প্রশিক্ষনের অর্থের সংস্থান ইত্যাদি গুরুত্বপূর্ন দায়িত্ব তার ওপর ন্যস্ত ছিল।তিনি সফল্ভাবে এ দায়িত্ব পালন করেন।
 

-"কিরণ" এর সমার্থক শব্দগুলো হলোঃ  রশ্মি,অংশু, প্রভা, বিভা, কর, ময়ূর,।
-" রবি" এর সমার্থক শব্দ সূর্য।


 ইত প্রত্যয় উপকরন জাত বিশেষণ গঠনে ব্যবহিত হয়।যেমনঃ কুসুম+ইত= কুসুমিত ;তরঙ্গ +ইত=তরঙ্গিত।
- এখানে 'যায়' শব্দটি অতিবাহিত অর্থে ব্যবহৃত হয়েছে।
- এই বাক্যে 'দিন' বলতে সময়কে বুঝানো হয়েছে। সময় তো চলে যায়, কিন্তু ঐ সময়ে বলা কথাগুলো থেকে যায়।
-নেপাল একটি ভূবেষ্টিত দেশ, নেপালের উত্তরে চীন এবং দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমে ভারত অবস্থিত।
-নেপালের কোন সমুদ্রসীমা নেই।
Supersede অর্থ স্থান অধিকার করা।


যেকোনো সংখ্যাকে ০ দ্বারা গুণ করলে এর গুণফল ০ হয়।
-১৯৭১ সালের ২৫শে মার্চ ‘অপারেশন সার্চলাইটে’র সময় ব্রিটেনের ‘ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকার সাংবাদিক সাইমন ড্রিং ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গোপনে অবস্থান করে পাকবাহিনীর ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেন।
-এরপর ৩০শে মার্চ ১৯৭১ ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় তিনি ‘ট্যাংকস ক্র্যাশ রিভোল্ড ইন পাকিস্তান’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
-এইভাবে তিনি সর্বপ্রথম পাকবাহিনীর হত্যাযজ্ঞের খবর বহির্বিশ্বে প্রচার করেন।
(।2x+3y) ⁄(3x+2y)=5 ⁄ 6
বা,12x+18y=15x+10y
বা,12x-15x=10y-18y
বা,3x=8y
x:y=8:3

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

জীবনানন্দ দাশের আরো কিছু কাব্যগ্রন্থঃ
- ঝরাপালক (১৯২৮),
- ধুসর পানডুলিপি( ১৯৩৬),
- বনলতা সেন(১৯৪২) ,
- মহাপৃথিবী (১৯৪৪),
- সাতটি তারার তিমির (১৯৪৮),
- রুপসি বাংলা(১৯৫৭)।

ধরি, ত্রিভুজের a = ৪ একক, b = ৫ একক;
c = ৩ একক হলে ত্রিভুজটির অর্ধ পরিসীমা
s=(a+b+c)/2
= (৪ + ৫ + ৩)/২ =১২/২=৬ একক

সুতরাং, ত্রিভুজের ক্ষেত্রফল,
=√{s(s-a)(s-b)(s-c)}
=√{৬(৬-৪)(৬-৫)(৬-৩)
=√৩৬
=√৬
=৬
Irresistible অর্থ অপ্রতিরোধ্য ;দুর্নিবার ;অপ্রতিহত।


যিনি অভিধান রচনা ও সম্পাদনা করেন তাঁকে Lexicographer বলা হয় ।যিনি ছাপানোর কাজ করেন তাঁকে Lithographer বলা হয়। Topographer অর্থ কোন কিছুর  প্রাকৃতিক বৈশিষ্ট্য।
০, ১, ২, ৩ দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা = ৩২১০ এবং ক্ষুদ্রতম সংখ্যা = ১০২৩। এই দুইটি সংখ্যার অন্তর (৩২১০-১০২৩) = ২১৮৭
Fez এর অর্থ টুপি।


Make ,hear, let, need,dare, had better, would rather ইত্যাদির পর verb এর present form হয় এবং verb এর পূর্বে to থাকলে তা উঠে যায়। দেখুন এখানে Invest এর পূর্বে To নেই।
বাক্যের অর্থ ঃ জনাব আতিক তার সম্পদ শেয়ার মার্কেটে বিনিয়োগ করবে না।



যে সমাসে সমস্যমান পদ্গুলো নিত্য সমাসবদ্ধ থাকে ব্যাসবাক্যের প্রয়োজন হয়না তাকে নিত্যসমাস বলে।
তদর্থ বাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশাদ করতে হয় ।
যেমনঃ
- অন্য গৃহ =গৃহান্তর ; দু
- ই এবং নব্বই =বিরানব্বই।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
দুটি সন্নিহিত কোণের সমষ্টি ৯০⁰  হলে তাদের একটিকে অপরটির পূরক কোণ (complementary angle) বলে ।   কাজেই একটি কোণ ৪০⁰  হলে অপরটি হবে =৯০⁰ -৪০⁰ =৫০⁰


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0