আরিফের বয়স যদি ৪ বছর কমে যায়, তবে তার বয়স রাফির বয়সের দ্বিগুণ হবে। তাদের দুইজনের বয়সের যোগফল 44 বছর হলে আরিফের বয়স কত?
Solution
Correct Answer: Option A
ধরি,
আরিফের বয়স = a বছর।
তাহলে রাফির বয়স = 44 - a বছর।
প্রশ্নমতে,
a - 8 = 2(44 - a)
বা, a - 8 = 88 - 2a
বা, a + 2a = 88 + 8
বা, 3a = 96
∴ a = 32
আরিফের বয়স = 32 বছর।
রাফির বয়স = 44 - 32 = 12 বছর।