একটি সামান্তর ধারার প্রথম পদ 1, শেষ পদ 99 এবং সমষ্টি 2500 হলে ধারাটির সাধারণ অন্তর হবে-
Correct Answer: Option B
প্রথমে প্রশ্নে প্রদও ক্ল বা সংখ্যা গুলো নিয়ে ভাবুন । এখানে সাধারণ অন্তর d এর মান বের করতে হবে । তাই প্রথমে সমষ্টি সুত্র প্রয়োগ করে পদসংখ্যা বের করার পর যে সুত্রে d এর মান বের হবে সেই সুত্র প্রয়োগ করতে হবে । যেমনঃ
সমষ্টি = \(\frac{{(1 + 99) \times }}{2} = 2500\) = 50 \( \times \)পদসংখ্যা পদসংখ্যা = ৫০
আবার পদসংখ্যা = \(\frac{{(99 - 1)}}{d} + 1\) = \(50 = \frac{{98}}{d} + 1\) d = 2
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions