সুদের হার ৬.৫০% হলে ১০০০ টাকা জমা দিয়ে ৬ বছর পরে সুদে-আসলে কত টাকা পাওয়া যাবে?
A ১২৫০ টাকা
B ৩৯০ টাকা
C ১৩৯০ টাকা
D ১০৬৫ টাকা
Solution
Correct Answer: Option C
১০০ টাকার ১ বছরের সুদ ৬.৫০ টাকা
১ টাকার ১ বছরের সুদ ৬.৫০/১০০ টাকা
১ টাকার ৬ বছরের সুদ (৬×৬.৫০)/১০০ টাকা
∴ ১০০০ টাকার ৬ বছরের সুদ (১০০০×৬×৬.৫০)/১০০ টাকা
= ৩৯০ টাকা
এখন, সুদ-আসল = সুদ + আসল
= (৩৯০ + ১০০০) টাকা
= ১৩৯০ টাকা