x2 > 8, x3 < 30 হলে x এর সঠিক মান কোনটি ?
Correct Answer: Option B
এ ধরনের অংক বুঝতে পারাটাই আসল । এখানে ভেঙ্গে এভাবে ভাবুন : x2 > 8, যার অর্থ একটি সংখ্যার বর্গ ৮ এর থেকে বড় । আবার x3 < 30 এর অর্থ ঐ একই সংখ্যাটির ঘন ৩০ এর থেকে ছোট এখন প্রশ্নের অপশন গুলো নিয়ে সমাধান ।
22 = 4 < 8 ; এবং 23 = 27 < 30 ভুল । আবার, 42 = 16 > 8 ; এবং 43 = 64 > 30 ভুল । কিন্তু 32 = 9 > 8 কিন্তু 33 = 27 < 30 সঠিক । সঠিক উওর 3
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions