If x>y, z<y and w<x, which following statements is always true ?
Correct Answer: Option D
x > y অর্থ x বড় এবং y ছোট । আবার z < y অর্থ y বড় এবং z ছোট অর্থাৎ x > y > z শেষে w < x অর্থ হল w, x এর থেকে ছোট, কিন্তু কতটুকু ছোট তা বলা নেই । অর্থাৎ x > y > z লিখার পর w, x এর পরে যে কোন জায়গায় হতে পারে, । এখানে সবচেয়ে বড় হল x এবং অন্যগুলো তার থেকে ছোট হলেও কে কার সমান তা বোঝা যায় না । এখন উওরের অপশঙ্গুলো নিয়ে ভাবি ঃ
(a) তে, z > w
(b) তে, y > w
(c) তে, y = w
(d) তে, z < x অর্থাৎ z এর থেকে x এর মান বড় । এটা সঠিক কারণ প্রশ্নানুযায়ী x ই সবথেকে বড় ।
(e) তে, x < z
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions