\(\frac{1}{a} < \frac{1}{b}\) হলে কোনটি সঠিক
Correct Answer: Option C
যে কোন ভগ্নাংশকে বিপরীতকরণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন করতে হয় । যেমনঃ 2 < 3 অর্থাৎ 2 এর থেকে 3 বড় । কিন্তু এই সংখ্যা দুটি কে ভগ্নাংশ আকারে লিখলে চিহ্ন পরিবর্তন করে এভাবে লিখতে হবে \(\frac{1}{2} > \frac{1}{3}\) কারণ \(\frac{1}{2}\) এর মান \(\frac{1}{3}\) থেকে বড় । তেমনি ভাবে প্রদও প্রশ্নটিকে ভগ্নাশের কে বিপরীত করন করার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে । তাই উওর ঃ a > b
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions