জোয়ার-ভাটার তেজকটাল কখন হয়?

A পঞ্চমীতে

B অষ্টমীতে

C একাদশীতে

D অমাবস্যায়

Solution

Correct Answer: Option D

- পূর্ণিমা ও অমাবস্যার তিথিতে পৃথিবী, চন্দ্র ও সূর্য প্রায় একই সরলরেখায় অবস্থান করে।
- এ সময় চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণের জন্য জোয়ারের পানি খুব বেশি ফুলে ওঠে।
- ফলে প্রবল জোয়ারের সৃষ্টি হয় একে তেজকটাল বলে।
- অষ্টমীর তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে এক সমকোণে থেকে পৃথিবীকে আকর্ষণ করে।
- তাই চন্দ্রের আকর্ষণে যেখানে জোয়ার হয় সূর্যের আকর্ষণে সেখানে ভাঁটা হয়।
- চন্দ্র পৃথিবীর নিকট থাকায় তার কার্যকরী শক্তি সূর্য অপেক্ষা বেশি।
- কিন্তু চন্দ্রের আকর্ষণে যে জোয়ার হয়, সূর্যের আকর্ষণের তা বেশি স্ফীত হতে পারে না।
- ফলে মরা কটাল হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions