|
|
ধরি, ধারার ১ম পদ = a সাধারন অন্তর d = 9 ∴৭তম পদ = a+ (৭-১)d ⇒৬০ = a + (৬ ×৯) ⇒a = ৬০-৫৪ ⇒a= ৬ ∴১২ তম পদ = a + (১২ - ১)d =৬ + ১১ ×৯ = ৬ + ৯৯ = ১০৫
|
|
| |
|
|
|
Ability অর্থ সামর্থ; সক্ষমতা। Enable অর্থ সক্ষম করা; প্রদান করা। Ably অর্থ সক্ষমতার সঙ্গে। Able অর্থ কোনো কিছু করতে সমর্থ; সক্ষম।
|
|
| |
|
|
|
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১০ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেলটি এমআরটি-৬ নামে পরিচিত। এটির মোট স্টেশন সংখ্যা ১৬টি। মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালে। ২৭ আগস্ট, ২০২১ সালে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের জন্য উদ্বোধন করা হয়। মেট্রোরেল প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২১৯৮৫.০৭২১ কোটি টাকা।
ঢাকা মেট্রোরেলের নির্মাতা ও পরিচালনার দায়িত্বে আছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লি. (ডিএমটিসিএল)।
|
|
| |
|
|
|
যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির পূর্বে ছিল তাকে Predecessor (পূর্বসূরী) বলে। Contemporary- সমসাময়িক; superior- উৎকৃষ্ট; successor- উত্তরসূরী।
|
|
| |
|
|
|
- ২৬ মার্চ, ১৯৭১ সালে চট্টগ্রামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। - মুক্তিসেনাদের উদ্দীপ্ত করা ও মুক্তিকামী মানুষকে দৃঢ় প্রত্যয়ে প্রদীপ্ত রাখার জন্য এ কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের গান, চরমপত্র, বজ্রকন্ঠ, জল্লাদের দরবার, অগ্নিশিখা, ধর্মীয় কথিকা ও রক্তের আখরে লিখি প্রভৃতি অনুষ্ঠান প্রচারিত হতো। - এর মধ্যে বিদ্রুপ ও শ্লেষাত্মক ‘চরমপত্র' অনুষ্ঠানটি রচনা ও উপস্থাপনা করেছিলেন সাংবাদিক ও লেখক এম আর আকতার মুকুল।
|
|
| |
|
|
|
জন্মের পরই শিশুর মাতা-পিতার মধ্যে অধিকতর
কাছের মানুষ হলেন মা। আর সামাজিকীকরণের প্রথম
সূত্রপাত ঘটে মায়ের কাছে। ফলে শিশুর ভাষা শিক্ষার প্রথম
মাধ্যম মা। মা শিশুর প্রতি যেসব খাদ্যের ঝোঁক সৃষ্টি করেন,
শিশুর খাদ্যাভাস ও আচরণে তার প্রভাব লক্ষ করা যায়।
শিশু বর্ণশিক্ষা, শব্দ শিক্ষা, ছড়া শিক্ষা মা-ই প্রথম দিয়ে
থাকেন। মা প্রথম শিশুকে পারিবারিক, সামাজিক নিয়ম-
শৃঙ্খলা ও নীতিবোধের শিক্ষা দেয়।
|
|
| |
|
|
|
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ
পুত্র শেখ রাসেল এর জীবন কাহিনীর ওপর লেখা গ্রন্থ
‘আমাদের ছোট রাসেল সোনা। এটির লেখক মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৯ সালে বাংলা একাডেমি
কর্তৃক প্রকাশিত গ্রন্থটির প্রচ্ছদ করেন শিল্পী কাউয়ুম চৌধুরী ।
|
|
| |
|
|
|
Global Positioning System (GPS) কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা। ভূ-পৃষ্ঠে বা ভূ- পৃষ্ঠের নিকটবর্তী উপরে অবস্থান ও সময় সংক্রান্ত তথ্যের জন্য ব্যবহৃত মহাকাশ ভিত্তিক Satellite Navigation System-কে জিপিএস বলা হয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সত্তর দশকে এর উদ্ভব ঘটে।
|
|
| |
|
|
|
-জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ২৪ মে, ১৮৯৯ সালে (বাংলা- ১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। -২৪ মে, ২০২২ সালে তাঁর ১২৩তম জন্মবার্ষিকী এবং ১২৪তম জন্মদিন পালন করা হয়। -তিনি ২৯ আগস্ট, ১৯৭৬ সালে (বাংলা- ১২ই ভাদ্র, ১৩৮৩) সকাল ১০টা ১০মিনিটে মাত্র ৭৭ বছর বয়সে ঢাকার পিজি হাসপাতালে ইহলোক ত্যাগ করেন। -তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে বিকেল ৫.৩০ ঘটিকায় সমাধিস্থ করা হয়।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
Gerund (v+ ing) এর আগে the এবং পরে of
বসিয়ে verbal noun গঠন করা যায়। এখানে Reading
শব্দটি verbal noun হিসেবে ব্যবহৃত হয়েছে। Verbal
noun এর শেষে object থাকে না কিন্তু gerund এর শেষে object থাকতে পারে। যেমনঃ I like reading history. এখানে reading হল gerund.
|
|
| |
|
|
|
মনে করি, সংখ্যাটি = x প্রশ্নমতে, √x+20 = 52 ⇒√x+20=25 ⇒√x=25-20 ⇒√x=5 ⇒x=52 ⇒x=25
|
|
| |
|
|
|
ব্রিটিশ ভারতের প্রথম নারী হিসেবে সংস্কৃত ভাষায় স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিত্ব, ‘জনৈক বঙ্গমহিলা' ছদ্মনামে খ্যাত নারীবাদী লেখিকা কামিনী রায় রচিত বিখ্যাত কবিতা ‘পাছে লোকে কিছু বলে। এ কবিতার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে, ব্যক্তিজীবনে যেকোনো কর্ম সম্পাদনের ক্ষেত্রে সংশয় ও সমালোচনার ক্ষেত্র প্রস্তুত থাকে। মনন ও মনস্তত্ত্বের সম্মিলনে মহৎ কোনো কাজ করতে যাওয়ার ক্ষেত্রে সমালোচনার ভয়ে সংশয় নিয়ে পিছিয়ে আসতে হয়।
এ কবিতার বিখ্যাত পঙ্ক্তি- করিতে পারি না কাজ, সদা ভয়, সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। মহৎ উদ্দেশ্যে যবে এক সাথে মিলে সবে, পারি না মিলিতে সেই দলে, পাছে লোকে কিছু বলে।
|
|
| |
|
|
|
- কম্পিউটারে ব্যবহৃত যেসব Device ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে তাকে ইনপুট আউটপুট ডিভাইস বলে। Printer Scanner, Camera, VCR, VCP, VTR, TV, MODEM ও Touch Screen প্রভৃতি ইনপুট আউটপুট ডিভাইস।
- কম্পিউটারের সাহায্যে কোন কাজ সম্পন্ন করতে হলে প্রথমে কম্পিউটারকে ঐ কাজের তথ্য প্রদান করতে হয়। Computer-কে দেয়া এ তথ্যই হচ্ছে Input. Computer-কে তথ্য প্রদান করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে Input device বলে। কয়েকটি Input device হলো: Keyboard, Mouse, Scanner, OMR, OCR, MICR, Microphone, Light pen etc.
- Input থেকে প্রাপ্ত ফলাফলকে Output বলে। আর যে সকল যন্ত্রের সাহায্যে Input এর Output পাওয়া যায় তাকে Output device বলে। কয়েকটি Output device হলো- Projector, Monitor, Printer ও Speaker.
|
|
| |
|
|
|
১ মার্চ ১৯৭১ সালে ইয়াহিয়া খান পূর্ব ঘোষিত ৩ মার্চ ঢাকায় পাকিস্তান জাতীয় পরিষদের ডাকা অধিবেশন স্থগিত করলে প্রতিবাদে বাঙালি জনতা রাস্তায় নেমে এসে প্রতিবাদ মিছিল শুরু করে। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ সারাদেশে হরতাল এবং ৭ মার্চ রেসকোর্স (সোহরাওয়ার্দী উদ্যানে) ময়দানে জনসভা আহ্বান করেন। ৭ মার্চ, ১৯৭১ সালে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) লাখো মানুষের স্বতঃস্ফূর্ত সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দেন তা ইতিহাসে '৭ মার্চ ভাষণ' নামে পরিচিত। এ ভাষণটির স্থায়ীত্বকাল ছিল প্রায় ১৯ মিনিট (১৮.৩৯ সেকেন্ড)। এ ভাষণের এক পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, ২৫ তারিখে অ্যাসেম্বলি কল করেছে। রক্তের দাগ শুকায় নাই। আমি ১০ তারিখে সিদ্ধান্ত নিয়েছি ঐ শহীদের রক্তের উপর পাড়া দিয়ে Round Table Conference (RTC) আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না।
|
|
| |
|
|
|
যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে। যেমন: তাজা মাছ। প্রদত্ত উদাহরণে অবস্থাবাচক বিশেষণ ‘তাজা’ দ্বারা জাতিবাচক বিশেষ্য ‘মাছ’ এর অবস্থা বোঝানো হয়েছে। অবস্থাবাচক বিশেষণের উদাহরণ: রোগা ছেলে। খোঁড়া পা।
|
|
| |
|
|
|
কোলেস্টেরল এক ধরনের চর্বিজাতীয় তৈলাক্ত পদার্থ (অসম্পৃক্ত এলকোহল)। মানব দেহের প্রায় প্রত্যেক কোষ ও টিস্যুতে কোলেস্টেরল থাকে। এটি লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়।
রক্তে তিন ধরনের লিপোপ্রোটিন দেখা যায়। যেমন: - নিম্ন ঘনত্ব বিশিষ্ট লিপোপ্রোটিন (LDL), - উচ্চ ঘনত্ব বিশিষ্ট লিপোপ্রোটিন (HDL) ও - ট্রাইগ্লিসারাইড (Triglyceride)।
LDL-কে খারাপ কোলেস্টেরল বলা হয়। কারণ এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায়। HDL-কে ভালো কোলেস্টেরল বলা হয়। এটি হৃদরোগের ঝুঁকি কমায়। আর ট্রাইগ্লিসারাইড চর্বি হিসেবে রক্তের প্লাজমায় অবস্থান করে।
|
|
| |
|
|
|
-বাউল গান বাংলার ঐতিহ্যবাহী লোকায়ত সংগীতের একটি অনন্য ধারা। -এটি বাউল সম্প্রদায়ের নিজস্ব সাধন সংগীত। -বাউল গানে আবহমান বাংলার প্রকৃতি, মাটি, মানুষ, জীবন জিজ্ঞাসা, সাম্য ও মানবতার বাণী ফুটে ওঠে। -এ গানের স্রষ্টা লালন শাহ। -মানবতার ইতিহাসে বাউল সংগীতের অপরিসীম সাংস্কৃতিক ও ঐতিহ্যগত গুরুত্ব বিবেচনায় জাতিসংঘের বিশেষায়িত সংস্থা UNESCO ২৭ নভেম্বর, -২০০৫ সালে বাউল গানকে A masterpieces of the Oral and Intangible Heritage of Humanity হিসেবে ঘোষণা করে। -পরবর্তীতে ২০০৮ সালে ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত Intergovernmental Committee এর তৃতীয় অধিবেশনে বাংলাদেশের বাউল সংগীতকে Intangible Cultural Heritage of Humanity হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
|
|
| |
|
|
|
-Noun : Heart (হৃদয়/অন্তর) -Verb : hearten (উতসাহ দেয়া) -Adjective : Heartening (অধিক আনন্দদায়ী) -Advert : Heartly (আন্তরিকভাবে)
|
|
| |
|
|
|
ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ-
সুবিধা দেওয়া হয়, তার সবই হচ্ছে রিসোর্স। যেমন:
কম্পিউটারের সাথে যদি একটি প্রিন্টার কিংবা ফ্যাক্স মেশিন
যুক্ত থাকে তাহলে সেটি হচ্ছে রিসোর্স।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
Future indefinite tense-এ থাকা who যুক্ত
interrogative active voice-কে passive voice-এ
রূপান্তর করার নিয়ম: By whom + auxiliary verb +
sub + be + v3 + ?. অর্থাৎ সঠিক passive voice হলো-
By whom will the work be done?
|
|
| |
|
|
|
Awesome (দারুন) এর antonym হচ্ছে
disgusting (বিরক্তিকর)। Grand- সর্বোচ্চ; daunting-
ভীত করা; majestic- মহিমান্বিত।
|
|
| |
|
|
|
দেওয়া আছে, (6x-y, 13) = (1, 3x+2y)
∴ 6x - y = 1
⇒ y = 6x - 1..........(i)
এবং 3x + 2y = 13
⇒ 3x + 2 (6x-1) = 13
⇒ 3x + 12x - 2 = 13
⇒ 15x = 15
⇒ x = 1
(i) নং এ x এর মান বসিয়ে পাই, y = 6.1-1
= 6-1
= 5
∴ (x, y) = (1,5)
|
|
| |
|
|
|
'কোন কিছুর প্রতি ঈর্ষাপরায়ণ/পরশ্রীকাতরতা' অর্থ
প্রকাশ করতে jealous এর পরে preposition হিসেবে
বসে। He is jealous of my prosperity- সে আমার
সমৃদ্ধিতে ঈর্ষান্বিত।
|
|
| |
|
|
|
‘জোর দিয়ে/ দৃঢ়তা সহকারে বলা' অর্থে Insist এর
পরে Preposition হিসেবে on বসে। He insisted on
my going there- সে আমাকে সেখানে যেতে জোর দিল।
|
|
| |
|
|
|
শুরুর দিক পশ্চিম এবং সর্বশেষ দিকও হবে পশ্চিম।
|
|
| |
|
|
|
বাক্যটি zero conditional এর নিয়মানুযায়ী গঠিত
হয়েছে। Cohesive- সংযোগশীল। অর্থাৎ কোনো বস্তু
সংযোগশীল হলে তার প্রবণতা হচ্ছে দৃঢ়ভাবে একে অন্যের
সাথে লেগে থাকা। অতএব, শূন্যস্থানে Stick together বসবে।
|
|
| |
|
|
|
লাভ= ৪০০ × (১০৫/১০০) - ৪০০ × (৯৫/১০০) =৪ × ১০৫ - ৪ × ৯৫ = ৪ ×(১০৫ - ৯৫) =৪ × ১০ =৪০ টাকা
|
|
| |
|
|
|
মনে করি, ছোট অংশের দৈর্ঘ = 2x ∴বড় অংশের দৈর্ঘ = 3x প্রশ্নমতে, 3x + 2x = 20 ⇒5x = 20 ⇒x = 4 ∴ছোট অংশের দৈর্ঘ = 2×4 = 8
|
|
| |
|
|
|
আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসেবে
শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় ১৮ জানুয়ারি,
১৯৬৮ সালে এবং ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে আগরতলা
মামলা প্রত্যাহার করা হলে তাঁকে মুক্তি দেওয়া হয়। ২৩
ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে এক বিশাল
জনসভায় শেখ মুজিবুর রহমানসহ মামলায় অভিযুক্তদের
এক গণসংবর্ধনা দেওয়া হয়। এ সংবর্ধনায় তোফায়েল
আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
ভাষা আন্দোলন ভিত্তিক ভাস্কর্য 'জননী ও গর্বিত
বর্ণমালা' এর স্থপতি মৃণাল হক। এটি ঢাকার পরিবাগে
অবস্থিত। তাঁর আরো কয়েকটি ভাস্কর্য হলো: ইস্পাতের
কান্না, দুর্জয় ও রাজসিক বিহার।
|
|
| |
|