প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা [পদ্মা] - ২৪.০২.২০১২ (80 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
ইন্দোনেশিয়ার স্বাধীনতা লাভের পূর্বে হল্যান্ডের উপনিবেশ ছিল ( হল্যান্ড ও নেদারল্যান্ড একই দেশ ) । ইন্দোনেশিয়া ১৭ আগস্ট ১৯৪৫ সালে হল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে । ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব ইন্দোনেশিয়া । এটি ২৮ সেপ্টেম্বর ১৯৫০ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে ।
i
ব্যাখ্যা (Explanation):
রাঙ্গামাটি বাংলাদেশের বৃহত্তম জেলা ।রাঙ্গামাটির আয়তন ৬,১১৬ বর্গ কিমি ।বাংলাদেশের একমাত্র জেলা এটি যা মিয়ানমার ও ভারত এ দুটি দেশের সীমানা ।
i
ব্যাখ্যা (Explanation):
বাংলা , বিহার ,উড়িষ্যার নবাব সিরাজ উদ্দউলা এবং ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভের মধ্যে ১৭৫৭ সালের ২৩ জুন এ যুদ্ধ সংঘটিত হয় । বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা । এ যুদ্ধে নবাবের প্রধান সেনাপতি মীরজাফর , রাজবল্লভ , রায়দুরলভ , উমিচাঁদসহ অন্যদের বিশ্বাসঘাতকতার জন্য নবাব পরাজিত এবং পরে নিহত হন । ফলে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায় ।
i
ব্যাখ্যা (Explanation):
কার্বন মনোক্সাইড এর জন্য মৃত্যুর ঝুঁকি ১–৩১%. খুব বেশি মাত্রায় কার্বন মনোক্সাইড গ্রহণের ফলে জ্ঞান হারিয়ে ফেলা, অ্যারিথমিয়া, খিঁচুনি, বা মৃত্যুর পর্যন্ত হতে পারে। .
i
ব্যাখ্যা (Explanation):
দুলহাজরা সাফারী পার্ক কক্সবাজার জেলার চকোবিয়ায় অবস্থিত । এটি বাংলাদেশের প্রথম সাফারি পার্ক ।এটি ১৯ জানুয়ারি ২০০১ সালে উদ্বোধন করা হয় ।দুলহাজরা সাফারী পার্কের বর্তমান নাম বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক
i
ব্যাখ্যা (Explanation):
WHO এর পূর্ণরূপ World Health Organization . এটি ৭ এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় । WHO এর বর্তমান সদস্য ১৯৪ । WHO এর সদর দপ্তর সুইজারল্যান্ড ,জেনেভায় অবস্থিত । ৩৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী বোর্ডের মাধ্যমে এটি পরিচালিত হয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা - স্পেন , মেসিনা প্রণালী প্রথক করেছে সিসিলি - ইতালি , বেরিং - প্রণালী পৃথক করেছে উত্তর আমেরিকাকে ।
i
ব্যাখ্যা (Explanation):
সুবাদার ইসলাম খান ১৬০৮ সালে বাংলার সুবেদার নিযুক্ত হন । তিনি ফতেহপুর সিক্রির শেখ সলিম চিশতীর দৌহিত্র ছিলেন তিনি ১৬০৯ সালের অক্টোবর মাসে ঘোড়াঘাট থেকে পাবনা জেলার শাহজাদপুরে পৌঁছে মুসাখানের দুর্ভেদ্য মাত্রাপুর ও ডাকচরা দুর্গ আক্রমণ করে তা হস্তগত করে ঢাকায় প্রবেশ করেন ১৬১০ সালে । এ সময় ঢাকা হয় বাংলার রাজধানী ।
i
ব্যাখ্যা (Explanation):
ঢাকা বিশ্ববিদ্যালয় ১ জুলাই ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয় ।ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১৯১২ সালের ২৭ মে নাথান কমিশন গঠিত হয় । প্রতিষ্ঠাকালীন সময়ে ৩ টি অনুষদ ( কলা , বিজ্ঞান , আইন ) ও ১২ টি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় । ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান চ্যান্সেলর ছিলের লর্ড ডানডাস ।
i
ব্যাখ্যা (Explanation):
- কোটি কোটি বছর পূর্বে গাছগাছড়া ,জীবজন্তু প্রভৃতি ভূমিকম্পসহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ভু- অভ্যন্তরের প্রচণ্ড তাপ ও চাপে এসব পদার্থের জৈব বিধ্বংসী পাতন ঘটে এবং পেট্রলিয়াম , কয়লা , প্রাকৃতিক গ্যাস আকারে ভু - অভ্যন্তরে অবস্থান করে ।এগুলোকে জীবাশ্ম জ্বালানী বলে ।

- বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানী নয় ,কারণ এটি গাজন প্রক্রিয়ায় তৈরি করা হয় ।
i
ব্যাখ্যা (Explanation):
১৫ ডিসেম্বর ১৯৭৩ সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন । মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মোট সদস্য ৬৭৬ জন । এদের মধ্যে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব বীরশ্রেষ্ঠ ৭ জন ,বীর উত্তম ৬৮ জন ,বীর বিক্রম ১৭৫ জন , বীরপ্রতীক ৪২৬ জন ।
i
ব্যাখ্যা (Explanation):
বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি । তিনি পদমর্যাদার দিক থেকে সর্বশীর্ষ ব্যক্তিত্ব। তিনি জাতীয় সংসদের সদস্যগণের ভোটে ৫ বছর মেয়াদের জন্য নির্বাচিত হন । সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে অথবা শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে জাতীয় সংসদ রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করতে পারবে । তিনি প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী , প্রতিমন্ত্রী , উপমন্ত্রী নিয়োগ করবেন ।তিনি সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি , সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান প্রভৃতি অধিবেশন আহবান করবেন , প্রয়োজনের স্থগিত ও ভেঙ্গে দিতে পারে।
i
ব্যাখ্যা (Explanation):
১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এ অধিবেশনে ৩৪ সদস্যবিশিষ্ট একটি সংবিধান কমিটি গঠন করা হয় ।এ কমিটির সভাপতি ছিলেন তৎকালীন আইন ও সংসদীয় মন্ত্রী ড কামাল হোসেন । এ কমিটির দায়িত্ব ছিল সংবিধানের খসড়া পেশ করে যা ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং ১৯৭২সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয় ।
i
ব্যাখ্যা (Explanation):
- প্রচলিত অর্থে সরকার হচ্ছে শাসন বিভাগ , বিচার বিভাগ ও আইন বিভাগের সমষ্টি ।
- আর এ বিভাগগুলোর মধ্যে ক্ষমতা বণ্টন , সরকারি কাজ পরিচালনা ,সরকারের সাথে জনগণের সম্পর্ক নির্ধারণ ইত্যাদি বিশয়ের কতকগুলো নিয়মকানুন থাকে ,যা সমষ্টি আকারে সংবিধানে পরিণত হয় ।

সংবিধান সাধারণত দু প্রকারঃ
-(ক ) লিখিত বা দুস্পরিবর্তনীয় এবং
-( খ ) অলিখিত বা সুপরিবর্তনীয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
ড আব্দুল্লাহ আল - মুতি শরফুদ্দিন ১১ জানুয়ারি ১৯৩০ সিরাজগঞ্জ জেলার ফুলবাড়িয়ার জন্মগ্রহণ করেন । তিনি বিজ্ঞান , পরিবেশ , শিক্ষা বিষয়ক অসংখ্য বই রচনা করেছেন ।তার উল্লেখযোগ্য বইগুলো হল বিজ্ঞান ও মানুষ , এ যুগের বিজ্ঞান , বিপন্ন পরিবেশ , মেঘ বৃষ্টি রোদ ইত্যাদি । তিনি বাংলা একাডেমি প্রকাশিত বিজ্ঞানকোষ বইয়ের সম্পাদক ছিলেন ।তিনি ১৯৮৬ - ৯০ সাল পর্যন্ত বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেন ।তিনি বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেন ।
i
ব্যাখ্যা (Explanation):
বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে রাশিয়া । বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ এর নাম স্পুটনিক -১ ।
i
ব্যাখ্যা (Explanation):
ধূমকেতু উজ্জ্বল মস্তক বিশিষ্ট একটি জ্যোতিষ্ক যার পশ্চাতে লক্ষ লক্ষ কিলোমিটার দীর্ঘ উজ্জ্বল বাস্পময় বা ধূলিকণাময় গুচ্ছ থাকে । ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী এডমণ্ড হ্যালি ১৬৮২ সালে ধূমকেতু পর্যবেক্ষণ করেন ।তাই তার নামানুসারে এর নামকরণ করা হয় হ্যালির ধূমকেতু ।
♦ হ্যালির ধূমকেতু দেখা গেছে— ১৭৫৯, ১৮৩৫, ১৯১০ ও ১৯৮৬ সালে।
♦ হ্যালির ধুমকেতু দেখা যায়— ২৪০ খ্রিস্টপূর্ব অব্দ থেকে।
♦ পরবর্তী হ্যালির ধূমকেতু দেখা যাবে— ২০৬২ সালে।
i
ব্যাখ্যা (Explanation):
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর শহর জেরুজালেম যা মুসলিমদের কাছে আল-কুদস, খ্রিষ্টানদের কাছে জেরুজালেম ও ইহুদিদের কাছে ইরুশালাইম নামে পরিচিত।
i
ব্যাখ্যা (Explanation):
খুলনা পশুর নদীর তীরে অবস্থিত । মংলা বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর .১৯৫০ সালের ১ ডিসেম্বর বন্দরটি স্থাপিত হয় .১৯৫০সালের ১১ ডিসেম্বর এ বন্দরের মাধ্যমে দেশের বিশাল অংশের আমদানি - রপ্তানির জন্য প্রথম জাহাজ সিটি অব লিয়ন্স এর আগমন ঘটে । ১৯৫১ সালের ১৭ মার্চ এটি অ্যাকারেজ হিসাবে কাজ শুরু করে এবং ১৯৭৭ সালের মে পর্যন্ত ডাইরেক্ট রেট হিসেবে পরিচালিত হয় ।
i
ব্যাখ্যা (Explanation):
পরিচলন প্রক্রিয়ার মাধ্যমে উষ্ণতার বিনিময় হয়ে এ জাতীয় বৃষ্টিপাত হয় বলে একে পরিচলন বৃষ্টিপাত বলে । নিরক্ষীয় অঞ্চলে ৫ ডিগ্রি হতে ১০ ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই বৃষ্টিপাত সংঘটিত হয় । নিরক্ষিয় অঞ্চলে বার্ষিক পরিচলন বৃষ্টিপাতের পরিমাণ গড়ে ২০০ সেমি (৮০ ) ইঞ্চি ।
i
ব্যাখ্যা (Explanation):
-মেঘনা নদী আসামের নাগা মনিপুর পাহাড়ের দক্ষিণে লুসাই পাহাত হতে উৎপত্তি হয়ে সিলেটের ভিতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ।
-প্রস্থ ,গভীরতায় দেশের বৃহত্তম নদী মেঘনা ।
-মেঘনা নদী পুরাতন ব্রক্ষ্মপুত্রের সাথে কিশোরগঞ্জের ভৈরব বাজারে মিলিত হয়েছে।
i
ব্যাখ্যা (Explanation):
সূর্য চন্দ্র অপেক্ষা ২.৬০ কোটি গুণ বড় হলেও পৃথিবী থেকে এর দূরত্ব থেকে অনেক বেশি। তাই পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ শক্তি সূর্য অপেক্ষা প্রায় দ্বিগুণ। পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ তাই হল মাধ্যাকর্ষণ শক্তি। এ মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে জোয়ার ভাটা হয়।
i
ব্যাখ্যা (Explanation):
-নদী উৎপন্ন হয়েছে ব্রক্ষ্মপুত্র নদ থেকে ।
-ব্রক্ষ্মপুত্র নদ উৎপত্তি হয়েছে হিমালয় পর্বতের কৈলাস ঢিলার মানস সরোবর থেকে ।
-ব্রক্ষপুত্র নদের পূর্বনাম ছিল লৌহিত্য ।
-ভূমিকম্পের কারণে ১৭৮৭ সালে ব্রক্ষ্মপুত্র নদের স্রোতের দিক পরিবর্তিতই হয়ে যমুনা নদী হয় ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
i
ব্যাখ্যা (Explanation):
জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি হচ্ছে অতিবেগুনী রশ্মি ,যা সূর্য থেকে পৃথিবীতে আসে ।তবে বায়ুমণ্ডলের ওজোন স্তর এ রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় । এ রশ্মি পৃথিবীতে আসলে সমস্ত প্রাণীকুল ধ্বংস হয়ে যেত এবং সমস্ত মানুষ অন্ধ হয়ে যেত ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0