“আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্ৰাণ। -
A সুকান্ত ভট্টাপার্য
B রবীন্দ্রনাথ ঠাকুর
C কাজী নজরুল ইসলাম
D কবি গোলাম মোস্তফা
Solution
Correct Answer: Option B
কবিতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাত সংগীত কাব্য গ্রন্থের নির্ঝরের স্বপ্নভংগ নামক কবিতার অংশ বিশেষ