Solution
Correct Answer: Option B
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার ও গদ্যরচয়িতা৷ তাকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক বলা হয়। মীর মোশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।
- তার রচিত প্রথম গ্রন্থ হলো 'রত্নাবতী' (গল্পগ্রন্থ)৷
- তার রচিত প্রহসন : 'এর উপায় কি?'
নাটক:
- বসন্তকুমারী নাটক
- বেহুলা গীতাভিনয়
- জমীদার দর্পণ
উপন্যাস:
- বিষাদ-সিন্ধু
গ্রন্থ:
- উদাসীন পথিকের মনের কথা
- গাজী মিয়াঁর বস্তানী