পরমমান চিহ্ন ব্যবহার করে অসমতাটিকে প্রকাশ করুনঃ -3<x<2 

A   ∣2x + 1∣<5

B    ∣3x - 1∣<5

C   ∣x - 1∣<5

D   ∣x-7∣>5

Solution

Correct Answer: Option A

-3<x<2 
[অসমতা থেকে পরমমান বের করতে হলে, দুই পাশের সংখ্যা গড় করে বিয়োগ করতে হবে, -৩ ও ২ এর গড় -1/2]
= -3 - (-1/2) < (x + 1/2) < 2 - (-1/2)
= -5/2 < (2x +1)/2 < 5/2
= -5 < 2x +1< 5
=  ∣2x + 1∣<5

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions