৩০ জন ছাত্রের গড় বয়স ৯ বছর । তাদের শিক্ষকের বয়সও অর্ন্তভূক্ত করা হলে বয়সের গড় হয় ১০ বছর । শিক্ষকের বয়স কত?
Solution
Correct Answer: Option B
৩০ জন ছাত্রের গড় বয়স = ৯ বছর।
সুতরাং, ৩০ জন ছাত্রের মোট বয়স = 30 × 9 = 270 বছর।
শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করার পর গড় বয়স = ১০ বছর।
তখন মোট ব্যক্তি = 30 + 1 = 31।
সুতরাং, ৩১ জনের মোট বয়স = 31 × 10 = 310 বছর।
শিক্ষকের বয়স = মোট বয়স (৩১ জনের) - ছাত্রদের মোট বয়স
শিক্ষকের বয়স = 310 − 270 = 40 বছর।