Solution
Correct Answer: Option A
- আমরা দেখেছি সেমিকোলন পূর্ণচ্ছেদের চেয়ে কম বিরতি নির্দেশ করে, অর্থাৎ এটি এক প্রকারের অর্ধেক বা মাঝামাঝি বিরতি।
- 'অর্ধচ্ছেদ' শব্দটিও ঠিক এই অর্থটিই বোঝায় – পূর্ণ বিরতির (পূর্ণচ্ছেদের) চেয়ে কম বা অর্ধেক বিরতি।
- তাই সেমিকোলনের কাজের সঙ্গে 'অর্ধচ্ছেদ' শব্দটির অর্থ পুরোপুরি মিলে যায়।
- এটি বাংলা ব্যাকরণে সেমিকোলনের জন্য নির্ধারিত ও প্রচলিত পরিভাষা।