'ময়নামতির চর' কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? 

A  বন্দে আলী মিয়া 

B  সিকান্দার আবু জাফর 

C  আব্দুল কাদির 

D  গোলাম মোস্তফা 

Solution

Correct Answer: Option A

বন্দে আলী মিয়া মূলত কবি, ঔপন্যাসিক ও শিশুসাহিত্যিক।
তার রচিত শিশুতোষ গ্রন্থগুলো - 'চোর জামাই (১৯২৭), 'ডাইনী বউ (১৯৫৯)' ইত্যাদি।
তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬২) ও প্রিসিডেন্ট পুরস্কার (১৯৭৯) পান।
তার কাব্যগ্রন্থঃ ময়নামতির চর, অনুরাগ ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions