'মাথা খাও, ভূলিওনা খেয়ো মনে করে'- 'মাথা খাও' বলতে- 

A  মাথা খাওয়া 

B  মাথা ধরা 

C  মাথার দিব্যি 

D  মাথা ব্যথা 

Solution

Correct Answer: Option C

• একই শব্দকে বিভিন্ন বাক্যে বিভিন্ন অর্থে ব্যবহার করা যায়। • উপরিউক্ত বাক্যে ‘মাথা’ শব্দটি ‘ফাঁকি দেয়া’ অর্থে ব্যবহার করা হয়েছে। • ‘মাথা’ শব্দটির আরো কিছু ব্যবহার হলো- অঙ্গবিশেষ-তার মাথার চুল কাল। • জ্ঞান- ছাত্রটির অংকে ভালো মাথা আছে। • মনের অবস্থা- রাগের মাথায় কোনো কাজ করা ঠিক নয়। • দিব্যি দেয়া- মাথা খাও, চিঠি দিতে ভুল করো না। • আস্কারা পাওয়া- ছেলেটি আদর পেয়ে একেবারে মাথায় উঠেছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions