ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কবি কাজী নজরুল ইসলাম কত সালে সম্মানসূচক 'ডক্টর অব লিটারেচার' ডিগ্রি প্রদান করা হয়?
Solution
Correct Answer: Option B
বাংলাদেশের জাতীয় কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম
-তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া
গ্রামে জন্মগ্রহণ করেন -
তিনি ১৩৮৩ বঙ্গাব্দের ১২ই ভাদ্র ঢাকার পিজি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা- ধূমকেতু (১৯২২), দৈনিক নবযুগ (১৯২০), লাঙ্গল (১৯২৫) ।
কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ-
- ব্যথার দান,
- শিউলিমালা,
- রিক্তের বেদন,
- পদ্মগোখরা,
- জিনের বাদশা।