'আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রণের পর' - কোন কবিতার চরণ ?
A হিং টিং ছট
B প্রিয়ত মাসু
C নির্ঝরের স্বপ্নভঙ্গ
D আজি সষ্টি সুখের উল্লাসে
Solution
Correct Answer: Option C
'নিঝরের স্বপ্নভঙ্গ'' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কবিতা। এই কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-- ভবিষৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। প্রথম জীবনে রবীন্দ্রনাথের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কবিতা ''নিঝরের স্বপ্নভঙ্গ''।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions