Solution
Correct Answer: Option D
- ভাববাচ্য হলো এমন একটি বাচ্য (voice) যেখানে ক্রিয়ার কর্তা (subject) উল্লেখ থাকে না বা গৌণ হয়ে যায়, এবং ক্রিয়ার কাজটি নিজে থেকেই সংঘটিত হয়েছে বলে বোঝায়।
- "চোরটাকে ধরা গেল না" → এখানে "ধরা গেল" ক্রিয়াটি ভাববাচ্যের উদাহরণ, কারণ কার দ্বারা ধরা হলো তা উল্লেখ নেই, শুধু "চোরটাকে ধরা হলো না" এই অবস্থাটি প্রকাশ পাচ্ছে।
অন্য বিকল্পগুলি ভাববাচ্যের উদাহরণ নয়:
A) "ঝগড়া করবে না" (কর্তৃবাচ্য, কর্তা স্পষ্ট)
B) "প্রাণিবিদ্যা পড়েছি" (কর্তৃবাচ্য)
C) "অনেকেই গুরুপাক খাবার খেতে চায় না" (কর্তৃবাচ্য)