সোয়াচ অব নো গ্রাউন্ড’- খাদটি নামকরন করেন কারা ?

A ব্রিটিশরা

B পর্তুগিজরা

C ভারতীয়রা

D বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান

Solution

Correct Answer: Option A

সোয়াচ অব নো গ্রাউন্ড’ বঙ্গোপসাগরের সর্বনিম্ন খাদের নাম। এর সর্বোচ্চ গভীরতা ১,২০০ মিটার প্রায় ।
সোয়াচ অফ নো গ্রাউন্ড বিশ্বের সেরা ১১টি গভীর খাদ বা ক্যানিয়ন এর মাঝে ২য় তম
সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ৩০-৪০ কিলোমিটার দক্ষিণে এই খাদের অবস্থান।
এখানে প্রচুর মাছ ও ডলফিন পাওয়া যায় । সোয়াচ অব নো গ্রাউন্ডের অন্য নাম গঙ্গাখাত

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions