বিদ্যাপতিকে কবিকন্ঠহার উপাধি কে প্রদান করেন?
Solution
Correct Answer: Option A
বিদ্যাপতি পদাবলির প্রথম কবি। তিনি পদাবলির আদি রচয়িতা। তিনি ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন। অর্থাৎ ব্রজবুলি ভাষার প্রবর্তক।
বিদ্যাপতি মিথিলার কবি। বাঙ্গালি না হয়েও (অবাঙালি কবি) বাংলায় কবিতা রচনা না করেও বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় নাম।
তাঁর উপাধি ‘কবিকণ্ঠহার’। তিনি ‘মৈথিলি কোকিল’ ও ‘অভিনব জয়দেব’ নামে খ্যাত ছিলেন। অত্যন্ত মর্যাদাবান এই কবির বিখ্যাত উক্তি
- এ সখি হামারি দুখের নাহি ওর।
এ মরা ভাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর।