Solution
Correct Answer: Option D
-- মালাধর বসু (১৫শ-১৬শ শতক) মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি।
- মালাধরের একমাত্র কাব্য শ্রীকৃষ্ণবিজয়ের রচনাকাল ১৩৯৫-১৪০২ শকাব্দ (১৪৭৩-১৪৮০ খ্রি)।
- হিন্দু ধর্মের একটি পবিত্র বই অনুবাদ করেছিলেন মালাধর বসু যার নাম “ভাগবত”।
- এটি মুসলিম রাজার অনুপ্রেরণায় অনুবাদ করেছিলেন এবং রাজা তাকে ‘গুণরাজ খান’ উপাধিতে ভূষিত করেছিলেন।