A = {x : x স্বাভাবিক সংখ্যা এবং x < 5} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কী হবে?
Solution
Correct Answer: Option D
- এখানে সেট A-এর উপাদানগুলো হলো স্বাভাবিক সংখ্যা এবং 5-এর চেয়ে ছোট।
- স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়।
- তাই 5-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো হলো 1, 2, 3, 4।
- সুতরাং, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে হবে A = {1, 2, 3, 4}।