বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরষ্কার কবে থেকে চালু করা হয়?

A ১৯৮৯ 

B ১৯০০

C ১৯৮০

D ১৯৭২

Solution

Correct Answer: Option A

বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরস্কার শিশুসাহিত্যে সার্বিক অবদানের জন্য বাংলাদেশ শিশু একাডেমী বছরে একজন সাহিত্যসেবীকে এ পুরস্কার প্রদান করে।
১৯৮৯ খ্রি থেকে এ পুরস্কার চালু করা হয়েছে। একজন কবি বা সাহিত্যিক জীবনে মাত্র একবার এ পুরস্কার লাভ করতে পারেন।
এ পুরস্কার মরণোত্তর পুরস্কার হিসেবে দেওয়ার বিধান নেই। শিশু একাডেমী পুরস্কারের মান নগদ ২৫ হাজার টাকা।
পুরস্কৃত সাহিত্যিককে নগদ অর্থ, সম্মাননা প্রতীক ও সম্মাননাপত্র প্রদান করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions